দেশরাজনীতি
Trending

এক দেশ এক নির্বাচনের লক্ষ্যে জনমত যাচাই, মাঠে নামছে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কমিটি

The committee led by the former president is entering the field to verify public opinion for the purpose of one coun

The Truth Of Bengal: এক দেশ এক নির্বাচনের লক্ষ্যে জনমত যাচাই করতে নামল প্রাক্তন  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। ১৫জানুয়ারির মধ্যে এবিষয়ে মতামত দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।বিজেপির দাবি,লোকসভা-বিধানসভার ভোট একসঙ্গে হলে  খরচ অনেকটাই কমবে। বিরোধীরা বলছে,আসলে বিজেপি সরকার জোর করে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করতে এই পরিকল্পনা কার্যকর করতে চাইছে।কেন্দ্রীয় রাজনীতির বিরুদ্ধে  পাল্টা মুখর হচ্ছে বিরোধীরাও।

বিজেপির সরকার,এক দেশ এক ব্যবস্থা কায়েম করে আসলে কেন্দ্রীকরণের আধিপত্যবাদ কায়েম করতে চাইছে।বিরোধীরা যখন এই অভিযোগ নিয়ে সংসদও সংসদের বাইরে সোচ্চার তখন এক দেশ এক নির্বাচনের জন্য কমিটি গড়ে কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্নে নির্বাচনী নীতি নির্ধারণের জন্য  ৮সদস্যের একটি  কমিটি গড়া হয়েছে। সেই কমিটি সারা দেশের নাগরিকদের কাছে মতামত জানানোর জন্য খোলামেলা আহ্বান জানাল।১৫জানুয়ারির মধ্যে কমিটির কাছে মতামত জানানোর আবেদন করা হয়েছে।  নোটিসে বলা হয়েছে, দেশে লোকসভা   ও রাজ‌্য বিধানসভাগুলির এক যোগে নির্বাচন করার জন্য বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তা  লিখিত আকারে জানানোর প্রস্তাব দেওয়া হয়এছে। আমজনতার কাছ থেকে মেলা পরামর্শ কমিটির সামনে আলোচনার জন্য রাখা হবে। পরে সাধারণ নাগরিকদের মতামতের ভিত্তিতে কমিটি রিপোর্ট তৈরি করবে।

২৪-এর লোকসভা ভোটের আগে কেন এই প্রয়াস নেওয়া হয়েছে ? বিজেপি বলছে,নির্বাচনে দুর্নীতি রোধ করতে ও খরচ কমাতেই এই সিদ্ধান্ত কার্যকর করা দরকার।যদিও বিরোধীরা এই প্রস্তাব নাকচ করে দিচ্ছে।তাঁদের স্পষ্ট অভিযোগ,রাজনীতির কেন্দ্রীয় পরিকল্পনা কার্যকর করে আসলে বিজেপি ডিভিডেন্ড তুলতে চাইছে।আমজনতার সমর্থনের নামে পিছনের দরজা দিয়ে ক্ষমতা লাগু করতে উত্সুক।যুক্তরাষ্ট্রীয় ধর্মকে লঙ্ঘন করারও বড়সড় অভিযোগ এনেছে বিজেপি বিরোধী প্রায় অধিকাংশ দলই। কারণ চব্বিশের ভোটে গেরুয়া চমকে যুক্ত রয়েছে রামমন্দির,৩৭০ধারা বাতিলের মতো ইস্যু।এখন বিজেপির সরকার পিছনের দরজা দিয়ে এই একদেশ এক ভোট ব্যবস্থা কার্যকর করে ডবল ইঞ্জিনের ডবল ভাঁওতা দিতে চাইছে বলে মনে করছেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা।নিয়ম বলছে, বিজেপির সরকার এই প্রস্তাব পাস করানোর জন্য নতুন টার্গেট নিয়েছে।১৪টি রাজ্যে প্রস্তাব পাস করলে কিস্তিমাত হবে বলে আশা।কিন্তু ১২টিরাজ্যে বিজেপিবা এনডিএ-র শরিকরা ক্ষমতায়।বাকি রাজ্যগুলো সহযোগীদের হাতে।এই অবস্থায় ভোটব্যবস্থায় পরিবর্তন আনার জন্য বিজেপি তাঁদের গেমপ্ল্যান সফল করতে সবরকম ঘুঁটি সাজাচ্ছে বলে দাবি তৃণমূল সহ বিরোধী নেতৃত্বের।

Free Access

Related Articles