দেশ
Trending

১৭ দিনের যুদ্ধ জয়, আনন্দে নাচলেন উদ্ধারকারী দল…

The 17-day War Won At Uttarkashi, The Rescue Team Danced With Joy

The Truth Of Bengal: ১৭ দিনের উদ্ধারকার্যের লড়াই শেষে শ্রমিকদের উদ্ধার করার পর আনন্দে আত্মহারা উদ্ধারকারী দলও। উদ্ধারকাজের ম্যারাথন অভিযানের পর আনন্দে নেচে ওঠেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন আন্তর্জাতিক টানেলিং এক্সপার্ট আর্নল্ড ডিক্স।

উত্তরাখণ্ডের টানেল থেকে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ৪১ জন শ্রমিককে সদ্য উদ্ধার করেছে প্রশাসনের উদ্ধারকারী দল। ১৭ দিনের অমানবিক  এই চেষ্টা শেষমেশ এনে দিয়েছে সাফল্য। উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের এই উদ্ধার কাজের নেপথ্য নায়ক আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। তাঁকে বহুবারই দেখা গিয়েছে, টানেলের কাছে অস্থায়ী মন্দিরে প্রার্থনা করতে। উদ্ধারে সাফল্য পেতে এবার তিনি পৌঁছলেন উত্তরকাশীর মন্দিরে। একই সঙ্গে শ্রমিকদের উদ্ধার করার পর আনন্দে আত্মহারা উদ্ধারকারী দলও।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন আন্তর্জাতিক টানেলিং এক্সপার্ট আর্নল্ড ডিক্স এক্স হ্যান্ডেলে আর্নল্ড ডিক্স এসডিআরএফ কর্মীদের নাচের একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োয় এসডিআরএফ কর্মীদের একটি ভেঙে পড়া শুকনো গাছের উপরে দাঁড়িয়ে নাচ করতে দেখা যায়।

ভিডিয়োর ক্যাপশনে আর্নল্ড লেখেন, ‘কখনও ভেবেছেন উদ্ধারকারীদের কী অনুভূতি হয় যখন সকলকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনলে কেমন অনুভূতি হয়? উত্তরাখণ্ডের এসডিআরএফের উদ্ধারকারী দলের সঙ্গে এই উদযাপনে যোগ দিন’। উত্তর কাশির সুরঙ্গে উদ্ধারকার্য দেরি হওয়ায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। আটকে পড়া শ্রমিকদের কাছে খাবার জল ওষুধ সহ অন্যান্য ব্যবস্থা পৌঁছে দেবার কারণে, কোনো রকম ঝুঁকি নিতে চাইনি উদ্ধারকারী দল। সতর্কতার সঙ্গে শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসায় মূল লক্ষ্য ছিল উদ্ধারকারী দলের।

Free Access

Related Articles