যোগী রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন
Terrible fire incident in Uttar Pradesh's Greater Noida

The Truth of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। আগুনে পুড়ে ছাই রাস্তার ধারের একাধিক ধাবা ও দোকান। ঘটনাটি ঘটেছে নয়ডার বিসরাখ থানা এলাকার রাস্তার ধারে। আগুন নেভাতে তড়িঘড়ি ছুটে আসে দমকলের ৮ টি ইঞ্জিন ও বিশাল পুলিশবাহিনী। দমকল কর্মীদের মতে শর্টসার্কিটের কারণে মূলত আগুন লাগে। আগুন লাগা মাত্রই ধাবাতে থাকা বেশ কয়েকটি সিলিন্ডার বাস্ট করায় এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।
ইতিমধ্যেই আগুন লাগার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে রাস্তার ধারের দোকান ও ধাবা। আগুন লাগার ঘটনা টের পেতেই ধাবায় ও দোকানে থাকা সকল ব্যক্তি ছুটে বাইরে বেড়িয়ে আসে। ফলে হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনীর প্রধান অফিসার প্রদীপ কুমার এই অগ্নিকাণ্ডের ঘটনায় জানিয়েছেন নয়ডার গউ সিটি সার্কেলের কয়েকটি ধাবায় আগুন লাগার ঘটনার খবর শুনতে পাওয়া মাত্রই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।
প্রথমে একটি ধাবায় আগুন লাগে তার পর সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পরে বাকি ধাবা ও দোকানে। যে কারণে ভয়ঙ্কর রূপ নেই পরিস্থিতি। অবশেষে দমকলবাহিনীর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনীর মতে ৬ টি ধাবা ও দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের বা আহতের খবর নেই বলে নিশ্চিত করেছেন দমকল বাহিনী ও পুলিশ।