
The Truth of Bengal: উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল চার জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে তিন জন শিশু এবং একজন মহিলা। ঘটনাস্থলে পৌঁছয় দমকেলর ইঞ্জিন, পুলিশ ও ফরেনসিক টিম। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় গ্যাস সিলিন্ডার ফেটে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় তিন জন শিশু সহ একজন মহিলার।
সূ্ত্রের খবর, যোগীরাজ্যের দেওরিয়ার দামরি গ্রামে একই পরিবারে চারজনের মৃত্যু ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে আচমকাই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গোটা পরিবারই ছিল বাড়িতে। সিলিন্ডার ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে আগুন। এই বিস্ফোরণে প্রথমেই ছিন্নভিন্ন হয়ে যান এক মহিলা। মৃত্যু হয় তার তিন শিশু সন্তানেরও। সিলিন্ডার ফাটার শব্দ ছড়িয়ে পড়তেই গোটা বাড়ি ঘিরে ভিড় জমান স্থানীয়রা।
প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের পক্ষে ওই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে পৌছয় দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপারিটেন্ডেন্ট জানান, রান্নাঘরে খাবার ও চা তৈরির সময়ই সিলিন্ডার ফেটে মৃত্যু হয় ওই মহিলার এবং তার তিন সন্তানের। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম।