উত্তরপ্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনা! বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ শ্রমিকের
Terrible accident in Uttar Pradesh! Five workers died in a bus-tractor collision

The Truth of Bengal: উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। শ্রমিক বোঝাই ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের জেরে মোট ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজন শ্রমিকের। রবিবার রাত সোয়া ১১টা নাগাদ উত্তরপ্রদেশের সমাধগঞ্জ এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা যায় উত্তরপ্রদেশে জৌনপুর থেকে প্রয়াগরাজের দিকে রওনা দিয়েছিল বাসটি।
সমাধগঞ্জ এলাকার বাসের সঙ্গে শ্রমিক বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। যার জেরেই মূহুর্তের ঘটে যায় মর্মান্তিক পরিণতি। আর এই ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে এক শ্রমিককে ভর্তি করানো হলে হাসপাতালেই মৃত্যু হয় এক জনের। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছ’জন শ্রমিক।
সূত্রের খবর, ওই শ্রমিক বোঝাই ট্রাক্টরটিতে মোট ১২ জন শ্রমিক ছিলেন। বাকি শ্রমিকরা আহত অবস্থায় হাসাপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে সকল শ্রমিকই আলিশাহপুর গ্রামের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। তবে কিভাবে এতবড় দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা।