দেশ
Trending

ভয়াবহ দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়, আহত ৬ পুলিশ কর্মী সহ ১০

Tejashwi Yadav's convoy met with a terrible accident

The Truth Of Bengal : দুর্ঘটনার কবলে পড়লেন তেজস্বী যাদব। তেজস্বীর কনভয়ের গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। আহত হয়েছেন বহু মানুষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও ১০জনকে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আবার আহতদের মধ্যে রয়েছেন ৬ জন পুলিশ কর্মী।

কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব জনবিশ্বাস যাত্রা শুরু করেছিলেন। সেই যাত্রার সোমবার পূর্ণিয়ায় এসে পৌঁছায়। বেলাউড়ি এলাকার পূর্ণিয়া কাটিহার হাইওয়ে দিয়ে এই কনভয় যাত্রা করছিল। সেই সময় ভুল করে অন্য একটি লেনে ঢুকে পড়ে কনভয়ের একটি গাড়ি। তাতেই দুর্ঘটনা। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি সজরে ধাক্কা মারে তেজস্বীর কোন ভয়ের গাড়িতে।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় কনভয়ের গাড়ির চালক মোঃ হালিমের। উভয় পক্ষের গাড়ি মিলিয়ে মোট ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুলিশ কর্মী। এদের মধ্যে রয়েছে একজন মহিলা ও। সাথে সাথে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই আহু তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসপি উপেন্দ্রনাথ ভার্মা। তবে কনভয়ে দুর্ঘটনা হলেও সুরক্ষিত রয়েছে তেজস্বী। কিন্তু এই দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

 

FREE ACCESS

Related Articles