
The Truth of Bengal: তিস্তা শীতলাবাদ গুজরাট হাইকোর্টে আবেদন করে জানিয়েছেন তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা হোক। গুজরাট হাইকোর্ট তিস্তার এই আবেদন গ্রহণ করেছে। এই মামলার শুনানি হবে অক্টোবর মাসে।২০২২ সালের জুন মাসে সমাজকর্মী তিস্তা শীতলাবাদকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। তিস্তাকে গুরুতর একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত বছরের জুন মাসে গ্রেফতার হওয়ার আড়াই মাস পরে জামিনে মুক্ত হন তিনি।
তিস্তার বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালে গুজরাত দাঙ্গা নিয়ে তিনি গুজরাতের ততকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গুজরাট সরকারের কয়েকজন শীর্ষ আধিকারিককে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে ভুয়ো সাক্ষ্যপ্রমাণ ব্যবহার করার অভিযোগ ওঠে তিস্তার বিরুদ্ধে।গত বছরের ২৫ জুন তিস্তার শীতলাবাদ গ্রেফতার হওয়ার পরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। তিস্তা গ্রেফতার হওয়ার পরে নানা মহল থেকে গ্রেফতারির প্রতিবাদও জানানো হয়। প্রসঙ্গত, গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখার হাতে গ্রেফতার হয়েছিলেন তিস্তা।
গ্রেফতার হওয়ার আড়াই মাস পরে তিস্তা জামিনে মুক্ত হন সুপ্রিম কোর্টের নির্দেশে। এরপর জামিনের আবেদন করার পরে সুপ্রিম কোর্ট তিস্তার জামিনের আবেদন মঞ্জুর করে।এরপর গত জুলাই মাসে গুজরাট হাইকোর্ট তিস্তার নিয়মিত জামিনের আবেদন খারিজ করে আত্মসমর্পণ করতে বলার পরে তিস্তা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জামিনের জন্য। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে গত ১৯ জুলাই।