
The Truth of Bengal: বল ছিল নির্বাচন কমিশনের কোর্টে। অবশেষে কমিশন জানিয়ে দিল রায়। শরদ পাওয়ার নন, জিতলেন ভাইপো অজিত পাওয়ার। লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা শরদ পাওয়ার শিবিরে। মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির অধিকার অজিত গোষ্ঠীর পক্ষে। দলের নাম ও প্রতীক ব্যবহার করতে পারবেন তারাই। শরদ পাওয়ারকে নতুন নাম ও প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে। আগেই দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এন সি পি। মহারাষ্ট্রে রাজনীতির ‘স্ট্রংম্যান’ হিসাবে পরিচিত শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভাইপো অজিত পাওয়ার।
দলের সিংহভাগ বিধায়ককে সঙ্গে নিয়ে জোট সরকার ত্যাগ করে বিজেপির নেতৃত্বে নতুন সরকারের অংশীদার হন। উপমুখ্যমন্ত্রী হন তিনি। দলের অধিকার কার দখলে থাকবে তা নিয়ে শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি আসল। শরদ পাওয়ারকে নতুন দলের নাম ও প্রতীকের জন্য আবেদন করতে হবে। গত ৬ মাস ধরে চলছিল শুনানি। দশটির বেশি শুনানির পরে অবশেষে অজিত পাওয়ার শিবিরের দিকে রায় দিল কমিশন।
এই রায় নিঃসন্দেহে বড় ধাক্কা শরদ পাওয়ারের কাছে। উল্লেখ্য, শরদ পাওয়ারের পক্ষে রয়েছেন দলের ১২ জন বিধায়ক। অন্যদিকে অজিতের পক্ষে আছেন ৪১ জন বিধায়ক। এই ঘটনায় একদিকে উচ্ছ্বসিত অজিত পাওয়ার গোষ্ঠী। অন্যদিকে কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন শরদ পাওয়ার গোষ্ঠী। তাদের অভিযোগ রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে কমিশন। অবশ্য কমিশন সূত্রে খবর, মোট বিধায়কের সংখ্যাদিক্য অজিত পাওয়ার শিবিরে থাকার কারণেই আসল এনসিপি বলে তাদের চিহ্নিত করা হয়েছে।