Tamil Nadu: পুদুচেরি থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? উপকূলীয় অঞ্চলে জারি সর্বোচ্চ সতর্কতা
তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং ত্রাণ ও উদ্ধার ব্যবস্থার প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
Truth of Bengal: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে। এরজেরে টানা কয়েক দিন ধরে বৃষ্টি চলছে তামিলনাড়ুতে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ এলাকার জেরেই হচ্ছে এই বৃষ্টি। তবে উদ্বেগের বিষয়, সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং ত্রাণ ও উদ্ধার ব্যবস্থার প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের উপযুক্ত পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Tamil Nadu)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, মালিয়াদুথুরাই এবং কাড্ডালোর জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী আটটি জেলায় জারি হয়েছে ‘লাল সতর্কতা’। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকা জেলাগুলিতে বুধবার স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রতিবেশী কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে বুধবার। চেন্নাই আবহাওয়া দফতরের ডিরেক্টর বি. আমুধা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে চেন্নাই উপকূল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার দুপুরের পর এটি আরও শক্তিশালী হয়ে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে (Tamil Nadu)।
যদিও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।অন্যদিকে, দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তারও তীব্রতা এখনও কমেনি। টানা বৃষ্টির জেরে চেন্নাইয়ের ভেলাচেরি, মেদাভক্কম এবং পাল্লিকারানাইয়ের মতো এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। মৌসম ভবন জানিয়েছে, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে, ফলে রাজ্যের একাধিক এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে (Tamil Nadu)।






