দেশ
Trending

‘পতঞ্জলি’তে বেজায় ক্ষুব্ধ শীর্ষ আদালত, যোগগুরু রামদেবকে তলব সুপ্রিম কোর্টের,  

Supreme Court summons Ramdev .

 The Truth Of Bengal: মিথ্যে বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে তলব করেছে সুপ্রিম কোর্ট। যোগগুরু রামদেবকে তলব করল দেশের শীর্ষ আদালত।

যোগগুরু রামদেবের সংস্থা ‘পতঞ্জলিকে’ নোটিস দিয়ে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিসের কোনও জবাব দেয়নি রামদেবের সংস্থা। তাতেই নাকি বেজায় ক্ষুব্ধ আদালত।এদিন বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ প্রচার করার বিষয়ে গত বছর নভেম্বরে রামদেবের সংস্থা ‘পতঞ্জলিকে’ সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। ফেব্রুয়ারিতে এই মামলার কারণে কেন্দ্রের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট।পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে।সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

Related Articles