মহুয়া মামলায় লোকসভার সচিবালয়কে নোটিস সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১১মার্চ…
Supreme Court notice to Lok Sabha secretariat in Mahua case, next hearing on March 11.

The Truth Of Bengal: সংসদে ক্যাশ ফর কোয়্যারি অভিযোগ নিয়ে লোকসভার সচিবালয়কে নোটিশ দিল সুপ্রিমকোর্ট।২ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।এই সময়ের মধ্যে সচিবালয়ের বক্তব্য মহুয়ার কাছে তুলে ধরার কথা জানানো হয়েছে।মহুয়াকে বহিষ্কারের মাঝে এই মামলা নতুন মাত্রা জোগাড় করেছে।সুপ্রিমকোর্টে পরবর্তী শুনানি হবে ১১মার্চ।
প্রশ্নঘুষকাণ্ডে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের মামলায় লোকসভার সচিবালয়কে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে সচিবালয়কে। এর মধ্যে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানাতে হবে তাদের। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ মার্চ।
বুধবার শীর্ষ আদালতের এই নির্দেশের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেও জানিয়েছেন মহুয়া। ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সেই মামলাতেই বুধবার লোকসভার সচিবালয়কে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে সচিবালয়কে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
Free Access