
The Truth of Bengal: কানোয়ার যাত্রাপথে অবস্থিত খাবারের দোকান, রেস্তোঁরা ও ধাবায় মালিকদের নাম লিখতে বাধ্য করা যাবে না, এমনই নির্দেশ শীর্ষ আদালতের। যোগী সরকারের নির্দেশিকার উপর যে অন্তবর্তাকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা বহাল রাখা হল। এই মামবার পরবর্তী শুনানি আগামী ৫ অগাষ্ট। ততদিন পর্যন্ত এই অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি।কানওয়ার যাত্রা নিয়ে বিগত বেশকিছু দিন ধরেই চলছে দেশজুড়ে বিতর্খ। চলতি মাসেও শুরু হতে চলেছে কানওয়ার যাত্রা। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে এল। কানওয়ার যাত্রার প্রতিটি রুটে যতগুলো খাবারের দোকান রয়েছ, সেইসমস্ত দোকানেই বড় বড় ব্যানার দিয়ে দোকান মালিকের নাম লিখতে হবে।
এবার কানওয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকারের এই নির্দেশিকা ঘিরে তৈরি হওয়া বিতর্ক গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকারের সেই নির্দেশকে চ্যালেঞ্চ করে মামলা হয় শীর্ষ আদালতে। সেই নির্দেশিকার উপরই স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত সেই একই মতামতেই আটকে রয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। যোগী সরকার শীর্ষ আদালতে জানায়, কানওয়ার তীর্থযাত্রা শান্তিপূর্ণ করতেই এই নির্দেশিকা। কানওয়ার যাত্রা শুরুর আগে উত্তরপ্রদেশ সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে একাধিক মামলা জমা পড়ে শীর্ষ আদালতে।
এবার সেই নিয়ে উত্তরপ্রদেশ সরকার নিজের মতামত শীর্ষ আদালতে স্পষ্ট করেন। তবে শুকত্রবারই এই সংক্রান্ত মামলায় স্পষ্টভাবে যোগী সরকারের নির্দেশিকার উপর জারি করল অন্তবর্তীকালীন স্থগিতাদেশ। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কানওয়ার যাত্রাপথে থাকা খাবারের দোকান, রেস্তোঁরা ও ধাবাতে মালিকের নাম লিখতে বাধ্য করা যাবে না। আগামী ৫ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত জারি থাকবে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ