দেশ
Trending

স্থগিতাদেশ নয় কমিশনার নিয়োগে, আবেদন খারিজ সুপ্রিমকোর্টের

Supreme Court dismisses appeal against appointment of Commissioner

Truth Of Bengal : ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এবং আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পর কমিশনার নিয়োগে স্থগিতাদেশে না করে দিল সুপ্রিমকোর্টে। কিন্তু বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে  জানায়, নির্বাচন সামনে, এমন সময় নিয়োগ সংক্রান্ত আইনের উপর স্থগিতাদেশ জারি করা ঠিক নয়।যে দুই নতুন নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।এছাড়া কমিশনার নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ায় বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে বলে শীর্ষ আদালত মনে করছে।

১৪মার্চ প্রাক্তন আমলাদের নিয়োগ করা হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য হিসেবে বেছে নেওয়া হয়েছে সুখবীর সিংহ সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে। সেই নিয়োগ নিয়ে সুপ্রিমকোর্টে একটি মামলা করেন প্রশান্ত ভূষণ নামে এক  আইনজীবী।তাঁর মতে,আশা করা হয়েছিল গণতন্ত্রের ভোট যেখানে সংবেদনশীল সেখানে নিরপেক্ষ প্যানেলের এই নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা থাকা দরকার বলে প্রশান্ত ভূষণ আদালতে তুলে ধরেন।

প্রসঙ্গতঃ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ৩সদস্য থাকে।কিন্তু অরুণ গোয়েল আচমকা পদত্যাগ করায় কমিশনার পদে শূন্যতা তৈরি হয়।কেবল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকেই তাঁর পদে দেখা যায়।সেই অবস্থায় ৩সদস্যের কমিশনের সদস্য সংখ্যা বাড়াতে আরও দুই কমিশনারকে পদে বহাল করা হয়।নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি কেন যথেষ্ট সময় নিয়ে নিরপেক্ষতার সঙ্গে কমিশনার বাছাই করেনি তা নিয়েই প্রশান্ত কিশোরের প্রশ্ন।

 

Related Articles