দেশ

মহারাষ্ট্রে ‘ভারতীয় অর্ডন্যান্স বোর্ড’-এর গোলাবারুদের কারখানায় আচমকাই বিস্ফোরণ, নিহত ১

Sudden explosion at 'Indian Ordnance Board' ammunition factory

The Truth Of Bengal : ভারতীয় অর্ডন্যান্স বোর্ডের গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ভান্ডারায়। এর জেরে এক জনের মৃত্যু হয়েছে। মূলত ভারতীয় সেনা ও অন্যান্য সরকারি বাহিনীর জন্য গোলাবারুদ উৎপাদন করা হয় ওই কারখানায়।

অর্ডন্যান্স বোর্ড সূত্রে জানা গিয়েছে, গোলাবারুদ সাময়িক ভাবে মজুত রাখার জায়গায় শনিবার সকাল ৮টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে। তাতে অবিনাশ মেশরাম নামে এক কর্মীর মৃত্যু হয়।ওই কারখানায় মূলত গোলাবারুদ তৈরি করা হত। যা ভারতীয় সেনা ও অন্য সরকারি বাহিনী ব্যবহার করত।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারকানার একঅংশ পুরোপুরি বিধ্বস্থ হয়ে গিয়েছে। ঘটনার জেরে কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। যদিও ঠিক কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি। ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

 

FREE ACCESS

Related Articles