প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ সফিকুর রহমান বার্ক, মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর
Safiqur Rahman Burke, the oldest member of Parliament of the country, passed away

The Truth Of Bengal: প্রয়াত হলেন দেশের বর্ষীয়ান নেতা সফিকুর রহমান বার্ক। ৯৩ বছরে মৃত্যু হল তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ নেতা। মঙ্গলবার মোরাদাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শেষ নিশ্বাস ত্যাগ করলেন দেশের প্রবীণতম নেতা সফিকুর রহমান বার্ক। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য তাকে ভর্তি করানো হয় মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।দীর্ঘদিন ধরে সমাজবাদী পার্টিতে থেকে একচেটিয়া রাজ করে গেছেন তিনি। এক সময় উত্তরপ্রদেশের সম্ভলপুরের সাংসদ ছিলেন তিনি। ১৯৩০ সালে ১১ জুলাই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সামাজবাদি পার্টিতে। একে একে শোক প্রকাশ করেছেন ভারতীয়
সমাজবাদী পার্টির বর্তমান সভাপতি অখিলেশ যাদব সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের সান্নিধ্যে ভারতের রাজনীতিতে প্রবেশ করেন সফিকুর । এর পরেই রাজনীতি মহলে তাঁর খ্যাতি বেশ চর্চিত। পরপর চার বার বিধায়ক হন তিনি। সাল গুলি হল ১৯৯৬, ১৯৯৮, ২০০৪ ও ২০০৯ সাল। এর পর তিনি ২০১৯ সালে সম্ভল থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। রাজনৈতিক মহলে বিভিন্ন কারণে তাঁকে ঘিরে প্রচুর বিতর্ক হয়েছে।