দেশ

বোল্ডারে ধাক্কা সবরমতী এক্সপ্রেসের! লাইনচ্যুত প্রায় ২০ টি কামরা

Sabarmati Express hit Boulder

Truth Of Bengal : ফের দুর্ঘটনার কবলে ট্রেন! কিন্তু এবার আর রাঙ্গাপানি নয়, এবার দুর্ঘটনার কেন্দ্রবিন্দু কানপুর স্টেশন সংলগ্ন এলাকা। গভীর রাতে লাইনচ্যুত হল সবরমতী এক্সপ্রেস। ঘটনায় প্রায় ২০টি কামরা বেলাইন হয়েছে বলে খবর। জানা গিয়েছে, লাইনের উপর থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত যাত্রীরা।

সূত্রের খবর, আমেদাবাদগামী ট্রেনটি বারাণসী থেকে রওনা দিয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির লোকো পাইলট জানিয়েছেন, ট্রেনটি আচমকা বোল্ডারে ধাক্কা খেয়েই বেলাইন হয়ে পড়ে। ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ফলে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হয়। এছাড়াও পৌঁছায় দমকল এবং পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই তাঁরা রেলের একাধিক কামরা ঘুরে দেখেন। ইতিমধ্যেই একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের কানপুর স্টেশনে সরিয়ে আনা হয়েছে। সেখান থেকে অন্য ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের।

গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। এর আগে ওডিশায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল ২৯৬ জনের। আহতের সংখ্যা পেরিয়েছিল হাজারের গণ্ডি। এরপর রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। রাঙাপানি স্টেশনে লাইনচ্যুত হয়েছিল মালগাড়ি। গতকালও রাঙাপানিতে তেল পরিবহণকারী ট্রেনের দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। বারবার এমন ঘটনায় রেল যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা ঠিক কোথায়? তা নিয়েই উঠেছে প্রশ্ন।

Related Articles