দেশপ্রযুক্তি

বিমানবন্দর পরিষ্কার রাখবে রোবট! অভিনব উদ্যোগ কেরলে

Robots to keep airports clean! Innovative initiative in Kerala

Truth Of Bengal: মৌ বসু : দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলে পরিচিত কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে তিরুবনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার থেকে বিমানবন্দরের ডোমেস্টিক ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ফোরকোর্ট পরিষ্কার করবে ৩টি রোবট। খুব দ্রুত বিমানবন্দর পরিষ্কার করবে রোবট। জলের অপচয় রোধের দিকেও নজর দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কেরালার কোনো বিমানবন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রোবট ব্যবহার এই প্রথম।

৩টি রোবট বিমানবন্দর মুছবে ও শুকনো করবে। টার্মিনালের হল, ফোরকোর্ট ড্রাই মপ করবে দ্রুত। সিঙ্গল চার্জে প্রতিটি রোবট ৮ ঘণ্টা কাজ করতে পারে। এক ঘণ্টায় ১০ হাজার বর্গফুট এলাকা মুছতে পারে। ৩টি রোবট ৩৬০ ডিগ্রি কভারেজ দিতে পারে।

কাজ করার পথে কোনো বাধা রয়েছে কিনা তা ঠাহর করতে রোবটের শরীরে রয়েছে অ্যাডভান্সড সেন্সর। স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত বিমানবন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে ৩টি রোবট। এসডি৪৫ কম্বো রোবটে রয়েছে ৪৫ লিটারের ফ্রেশওয়াটার ট্যাঙ্ক আর ৫৫ লিটারের ওয়েস্টওয়াটার ট্যাঙ্ক। স্মার্টফোন বা ট্যাবলেট মারফত নিয়ন্ত্রণ করা যাবে রোবট।

Related Articles