দেশ

জীবন বাজি রাখার পুরস্কার মাত্র ৫০ হাজার টাকা! মুখ্যমন্ত্রীর পুরস্কার ফেরালেন ‘র‌্যাট হোল মাইনার্স’রা

Rat to hole miners returned the award given by the chief minister

The Truth of Bengal: সব যন্ত্র, সব বুদ্ধি যখন ব্যর্থ হয়েছিল তখন তাঁরাই সহায় হয়েছিলেন। উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন আটকে থাকা ৪১ জন শ্রমিককে তাঁরা উদ্ধার করেছিলেন। ‘র‌্যাট হোল মাইনার্স’রা নিজস্ব দক্ষতায় ওই শ্রমিকদের সুড়ঙ্গ থেকে উদ্ধার করে আনেন। তাঁদের পুরস্কৃত করার কথা ঘোষণা করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। বৃহস্পতিবারই ১২ জন র‌্যাট হোল মাইনারকে সম্মানিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয় তাঁদের প্রত্যেককে। কিন্তু তাঁরা সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।

শুক্রবার মুখ্যমন্ত্রীর দেওয়া আর্থিক পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান র‌্যাট হোল মাইনাররা। তাঁরা জানিয়েছেন, ‘আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি। উনি আমাদের এই সম্মান দিয়েছেন। কিন্তু এটা আমাদের কাজের উপযুক্ত মূল্যায়ন নয়। জীবনের ঝুঁকি নিয়ে আমরা আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে এনেছিলাম। আমাদের দেওয়া পুরস্কারের টাকা দিয়ে দেওয়া হোক ওই শ্রমিকদের।‘

উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে কম চেষ্টা করা হয়নি। দেশ-বিদেশ থেকে আনা হয়েছিল অত্যাধুনিক যন্ত্র। আনা হয়েছিল বিদেশি বিশেষজ্ঞদের। দিন-রাত টাকা কাজ করেও শ্রমিকদের উদ্ধার করা যায়নি। শেষ ডাক পড়েছিল ‘র‌্যাট হোল মাইনার্সদের। ওই শ্রমিকরা নিজস্ব দক্ষতায় সুড়ঙ্গে পথ তৈরি করে পৌঁছে গিয়েছিলেন। একে একে উদ্ধার করে এনেছিলেন সুড়ঙ্গে আটক শ্রমিকদের। সেই ‘র‌্যাট হোল মাইনার্সদের মাত্র ৫০ হাজার করে টাকা পুরস্কার দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে। তবে ওই শ্রমিকরা বিনীত ভাবে সেই টাকা ফিরিয়ে দিয়েছেন।

Related Articles