দেশ

সংসদে বিল পেশের সময় ঘুমাচ্ছেন রাহুল? ছবি ভাইরাল হতেই ঝড় রাজনৈতিক মহলে

Rahul Gandhi is sleeping during the presentation of the bill in Parliament

The Truth Of Bengal: লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর একটি ছবি গতকাল থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, যখন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে ওয়াকফ বোর্ড সংশোধনী বিল পেশ করছিলেন তখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঘুমোচ্ছিলেন। বিজেপির তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তারা দেখানোর চেষ্টা করছে কিভাবে গিরিরাজ সিং, এই সময়ের মধ্যে কংগ্রেস নেতাকে নিয়ে মজা করেছেন ।

তবে রাহুল গান্ধীর ভাইরাল হওয়া ছবি সেই সময়ের কিনা তা বলা মুশকিল। তবে, অনেক ডানপন্থী সমর্থক এবং বিজেপি নেতারা রাহুল গান্ধীর ছবি পোস্ট করে দাবি করেছেন যে, বিরোধী দলনেতা এই সময়ে ঘুমিয়ে পড়েছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে কেন্দ্র সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কথা বলছেন এবং বিজেপি সাংসদ সিং তার পাশে বসে আছেন। রিজিজুর কথা বলার সঙ্গে সঙ্গে গিরিরাজ সিং কে দেখা যায় বিরোধী শিবিরের দিকে আঙুল তুলতে। গিরিরাজ সিং বলেন, ‘দেখো সে ঘুমিয়ে পড়েছে’ ।

তারপর হঠাৎ করে কিরেন রিজিজুর পাশে বসা বিজেপি সাংসদরা, যার মধ্যে ভূপেন্দ্র যাদব এবং জিতেন্দ্র সিং ছিলেন, তাঁরা রাহুল গান্ধীর দিকে ইশারা করে হাসতে থাকেন এরপর কিরেন রিজিজুকে বলতে দেখা যায়,’ তাই আমি আপনাদের বলি, কথার মাঝে বারবার বলতে বাধা না দিতে। বারবার বাধা দেওয়ার চেষ্টা করলে এটি আপনাকে ঘুম পাড়িয়ে দেবে’। অপরদিকে অখিলেশ যাদবের বিরুদ্ধে লাইমলাইটে আসা বিজেপি নেত্রী স্বেতা সিং-ও রাহুল গান্ধীর ছবি প্রকাশ করে প্রশ্ন করেছেন,’ রাহুল গান্ধী কি সংসদে ঘুমাচ্ছেন’?

Related Articles