দেশ

এবার ‘ভারত ন্যায় যাত্রা’ রাহুল গান্ধির, মণিপুর থেকে বাংলা হয়ে মুম্বই পর্যন্ত পদযাত্রা

Nyay Yatra Rahul

The Truth of Bengal: ‘ভারত জোড়ো যাত্রা’র পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’ কংগ্রেস নেতা রাহুল গান্ধির। আগামী ১৪ জানুয়ারি যাত্রা শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত চলবে পদযাত্রা। মোট ১৪টি রাজ্যে পদযাত্রা করবেন কংগ্রেস নেতারা। আগের মতো নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধি। মোট ৬ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে ‘ভারত ন্যায় যাত্রা’। যাত্রাপথে পড়বে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। হেঁটে প্রায় ৪ হাজার ৮০ কিলোমিটার পথ অতিক্রম করেন রাহুল গান্ধি। শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন রাহুল। এর আগে এমন রাজনৈতিক কর্মসূচি করতে দেখা যায়নি কোনও নেতাকে। সেই ভারত জোড়ো যাত্রা সবশেষে পৌঁছয় ভূস্বর্গ কাশ্মীরে। ২০২৩ সালের জানুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে সেই যাত্রা শেষ হয়। সুদীর্ঘ যাত্রা পথে মোট ১২টি রাজ্যে পদযাত্রা করেন রাহুল। সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সুবিধা-অসুবিধাগুলি জানার চেষ্টা করেন তিনি।

রাহুলের ভারত জোড়ো যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি। যাত্রাপথে সমাজসেবামূলক কাজ করতেও দেখা যায় তাঁকে। দীর্ঘ পথে বিভিন্ন জায়গায় বিশিষ্ট মানুষজন থেকে বিনোদন, ব্যবসা জগতের পরিচিত মানুষ অংশ নেন রাহুলের ভারত জোড়ো যাত্রায়। দলে দলে সাধারণ মানুষও পা মেলান রাহুলের সঙ্গে। এবার দ্বিতীয় পর্বে ‘ভারত ন্যায় যাত্রা’ করতে চলেছেন রাহুল গান্ধি।

Related Articles