
The Truth of bengal: কাতারে বন্দি আট জন নৌ সৈনিককে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। সেই নির্দেশ নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপড়েন চলেছে। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই আট জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
A very heartening news of eight Navy Veterans earlier sentenced death punishment, later awarded long term improvement have be released by Qatar Govy. It shows great success of our diplomacy & improving relationship of India with Qatar. Matter of happiness for every Indian. pic.twitter.com/NeFWVLFpdQ
— 🇮🇳 BN Sharma, IG (Retd) (@BholaNath_BSF) February 12, 2024
তাঁদের মধ্যে সাত জন ইতিমধ্যে দেশে ফিরেও এসেছেন। কাতারের এই সিদ্ধান্ত ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসাবে দেখা হচ্ছে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘কাতারের সংস্থায় কর্মরত আট প্রাক্তন নৌ সেনা আধিকারিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার।
Modi Government had assured the families of the eight Indians held by Qatar and sentenced to death on false ‘espionage’ charges that they would be brought back alive.
As always PM @narendramodi ’s ‘Modi Guarantee’ has worked like magic.
All eight have been released; 7 are back… pic.twitter.com/yYeNPsdQlT— Kanchan Gupta 🇮🇳 (@KanchanGupta) February 12, 2024
আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ওঁদের মধ্যে সাত জন ইতিমধ্যে দেশে ফিরেছেন।’’ গত ডিসেম্বরে ভারতীয় নৌ সৈনিকদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিল কাতারের আদালত। সাজা কমিয়ে তাঁদের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। ভারত সরকারের তরফে কাতারের আদালতে আনুষ্ঠানিক ভাবে সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তার পরেই ওই আধিকারিকদের মুক্তির সিদ্ধান্ত নেয় কাতার।
It couldn’t have happened without direct intervention of PM Modi. One word “Gratitude” – Qatar released the eight Indian ex-Navy veterans who were in its custody. Seven of them have returned to India and the remaining one is expected to return by tomorrow
From 26th Oct to till… pic.twitter.com/JFD6UcONym— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 12, 2024
সাত আধিকারিক দিল্লিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে হস্তক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আজ আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হত না। ভারত সরকারের ক্রমাগত চেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে।
Wonderful to hear that our Navy veterans have been released from Qatar prison and are back in India. Welcome home! A big salute to Govt. of India and all those officials who tirelessly and diligently worked to secure their release successfully.
— GV KUMAR (@geeveekumar) February 12, 2024
’’ কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ওই আট আধিকারিক হলেন, ক্যাপ্টেন নভতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।
Appreciations to modi sarkar for saving lives of 8 Indian ex-navy veterans who were in custody in Qatar and getting them back home right before 2024 Loksabha elections.
Of course, India had to pay a price for it by signing deals with Qatar to sell LNG.
Nonetheless, the… pic.twitter.com/yx3JpwKsPR
— Ritu #जिष्णु (@RituRathaur) February 12, 2024