দেশ

মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন পুতিনের, রাশিয়ায় আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

Putin-Modi

The Truth of Bengal: রাশিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মরণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন পুতিন। পুরনো বন্ধুকে মিস করে তিনি বলেন নরেন্দ্র মোদি রাশিয়ায় এলে খুশি হব। আসলে সংলাপ এবং আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানসূত্র বের করার কথা বলেছে ভারত। রাশিয়া সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ভারতের সেই অবস্থানের কথা উল্লেখ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। শুধু তা-ই নয়, ইউক্রেন সমস্যার ‘শান্তিপূর্ণ সমাধানে’র জন্য ‘বন্ধু’ নরেন্দ্র মোদীর সাহায্য চাইলেন তিনি। বুধবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে বৈঠকে বসেন জয়শঙ্কর। বৈঠকে একাধিক বিষয় নিয়ে তাঁদের কথা হয়।

আলোচনায় উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও। ওই বৈঠকেই জয়শঙ্করের মাধ্যমে মোদীকে রাশিয়ায় যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। প্রায় দু’বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ‘শান্তিপূর্ণ সমাধানে’র জন্য রুশ প্রশাসন ভারতের প্রধানমন্ত্রীকে ‘অতিরিক্ত তথ্য’ দিয়েও সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। উল্লেখ্য, পাঁচ দিনের রুশ সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রুশ সফরে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর যুগ্ম সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি নিশ্চিত যে নতুন বছরে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎ হবে।

দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলেও জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান যে রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বিশেষত ক্রুড তেল ও উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক লেনদেন ও বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে একদিকে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক  আরও দৃঢ় করতে অন্যদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে  বন্ধু পুতিনের আমন্ত্রনে সাড়া দিয়ে রাশিয়ায় কবে পাড়ি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটাই এখন দেখার।

Related Articles