কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে আদানি-আম্বানীদের নিয়ে সিবিআই-ইডিকে দিয়ে তদন্ত করান, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
Probe Adani-Ambanis with CBI-EDK before pointing fingers at Congress, Rahul challenges Modi

The Truth of Bengal: আদানি-আম্বানী ইস্যুতে মোদিকে চড়া সুরে জবাব দিলেন রাহুল গান্ধী।মোদির অস্ত্রেই মোদিকে বিঁধলেন রাহুল প্রকাশ্যসভায় নরেন্দ্র মোদি অভিযোগ করেন,রাহুল গান্ধী এখন আদানি-আম্বানিদের নিয়ে কোনও কথা উচ্চারণ করছেন না।তেলেঙ্গনার ওয়ারঙ্গলের সভায় মোদির প্রশ্ন ছিল,এতদিন ধরে আদানি-আম্বানিদের সম্পর্কে গলা ফাটানোর পর কেন রাহুল গান্ধী চুপ করে গেছেন? এখন কী কংগ্রেসের কাছে টেম্পো বোঝাই টাকা আসছে ? সেই প্রশ্নের জবাব দিয়েছেন রাহুল গান্ধী।সোশ্যাল মিডিয়ায় রাহুলের খোঁচা,যদি সাহস থাকে তাহলে আদানি-আম্বানীদের কাছে আপনারা সিবিআই –ইডিকে পাঠান। সাহস থাকলে কংগ্রেসকে দেওয়া কোটি কোটি টাকার তদন্ত করুক কেন্দ্রীয় এজেন্সি।সোশ্যাল মিডিয়ায় রাহুলের তীক্ষ্ন প্রশ্নবাণ, মোদিজী আপনি কি আতঙ্কিত? সাধারণতঃ আদানি-আম্বানিদের সঙ্গে আপনি চুপিসারে বৈঠক করেন,এখন আপনাকে দেখা যাচ্ছে , প্রকাশ্যে তাঁদের নাম নেওয়ার সাহস দেখাচ্ছেন।আপনি বলছেন,কংগ্রেসকে টেম্পো করে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে, এটা কী আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ? তাহলে আপনি কেন এই ঘটনার তদন্তের জন্য সিবিআই-ইডিকে পাঠাচ্ছেন না? সত্য সামনে আনতে সাহস থাকলে দ্রুত তদন্ত করান,চ্যালেঞ্জও ছুঁড়েছেন রাহুল গান্ধী।
এই প্রশ্নে মুখর হয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।খাড়্গের কটাক্ষ, হেরে যাওয়ার ভয়ে মোদি এখন বন্ধুদেরই নিশানা করে নাটক করছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক,জয়রাম রমেশ মোদির যুক্তি খণ্ডন করে জানিয়েছেন, গত ৩মের সভায় রাহুল গান্ধী আদানির কথা ১০৩বার এবং আম্বানীর কথা অন্ততঃ ৩০বার তাঁর বক্তব্যে তুলে ধরেছেন।কংগ্রেস বরাবরই ‘মোদানি কেলেঙ্কারি’র যৌথ সংসদীয় কমিটি গড়ার তদন্তের দাবি তুলেছে বলেও স্পষ্ট করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীর স্পষ্ট অভিযোগ, রাহুল গান্ধী মুখে একথা মোদিজী শুনতে না পারলেও আসলে তিনি জানেন, বন্দর,বিমান বন্দর তৈরির জন্য আদানি-আম্বানীদের কিভাবে বিজেপি সরকার বরাত দিয়েছে। অতীতে ফরাসী যুদ্ধবিমান রাফালের যন্ত্রাংশ তৈরির কয়েক হাজার কোটি টাকার বরাত বিনা টেন্ডারে অনিল অম্বানীর সংস্থাকে দেওয়ার অভিযোগ ওঠে। গত বছর হিন্ডেনবার্গ রিসার্চ তাদের রিপোর্টে দাবি করেছিল, এক দশকেরও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী। সেবির বিধিকে ফাঁকি দিতে আসলে বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিরা কী করছেন তা প্রকাশ্যে আনা দরকার বলেও কংগ্রেস সহ বিরোধীরা সরব।