
The Truth Of Bengal : রাজনৈতিক মহলে বরাবরই কেন্দ্রবিন্দুতে থাকে গান্ধী পরিবার । একসময় সোনিয়া গান্ধী দেশের প্রধানমন্ত্রীত্বের সুযোগ গ্রহণ না করলেও তাঁদের পরিবারের হাতেই থাকে দলের রাশ।রাজীব পত্নীর কথা এখনও শেষ কথা হিসেবেই বিবেচিত হয় কংগ্রেস পরিবারে।
এবারের লোকসভা নির্বাচনে আলোচনা চলছে,প্রিয়াঙ্কা কি দাঁড়াবেন ? সেই জল্পনায় জল ঢাললেন খোদ ইন্দিরার নাতনী।তিনি নিজেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে জানিয়ে দিয়েছেন,তিনি এই লোকসভা ভোটে প্রার্থী হতে চান না।
তাতে আরও ধোঁয়াশা বেড়েছে।প্রশ্ন উঠেছে,আমেথি-রায়বেরিলিতে তাহলে কারা দাঁড়াবেন ? গান্ধী পরিবারের স্নেহছায়ায় থাকা এই ঐতিহ্যবাহী কেন্দ্রে কোনও বিকল্প মুখ কী বেছে নেবে শতাব্দী প্রাচীন দলটি এটাই এখন দেখার বিষয় ।