দেশ

রাজনীতি ভুলে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, বিরোধীরা আক্রমণাত্মক ভূমিকায় অনড়  

Prime Minister's call to forget politics and work

The Truth of Bengal: ‘দলের হয়ে লড়াই নয়। এবার দেশের উন্নতির কথাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত রাজনৈতিক দলগুলির।‘ সংসদে এই কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিভিন্ন ইস্যুতে বিরোধীরা উত্তাল করতে পারে বাজেট অধিবেশন। এমন পরিস্থিতি আঁচ করেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই কথা বলতে শোনা গেল? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

তৃতীয়বার ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই বাজেট অধিবেশন পেশ করতে চলেছে। ফলে আগের দু’বারের মতো দাপট আর থাকছে কেন্দ্রের সরকারের। বিরোধীরাও এবার অনেক বেশি শক্তিশালী। ফলে সরকার পক্ষকে অনেক বেশি আক্রমণের মুখে পড়তে হবে। সেই আঁচ দেখে গেল প্রথম দিনে। এদিন সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক লড়াই বহু হল, আমজনতা তাঁদের রায় জানিয়ে দিয়েছেন। গত ৬০ বছরে এই প্রথমবার কোনও সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় এসে বাজেট পেশ করতে চলেছে। দেশবাসীকে যে মোদি গ্যারান্টির কথা বলেছি, এবার সেই প্রতিশ্রুতি পূরণ করবে নতুন বাজেট।‘

তারপরেই বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক সাংসদকে আমি এটাই বলতে চাই, জানুয়ারি মাস থেকে আমরা অনেক লড়াই করেছি। তবে এখন সব শেষ। তাই দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশের জন্য নিজেকে নিবেদন করুন। এই গৌরবময় সংসদকে ঠিক ভাবে ব্যবহার করুন। সাড়ে চার বছর পরে আবার না হয় রাজনৈতিক লড়াইয়ে ফিরবেন। কিন্তু ততদিন পর্যন্ত দেশের যুবক-কৃষকদের উন্নতির চেষ্টা করুন।‘ মোদির এই কথা মধ্য দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন, বিরোধীদের কাছ থেকে ইতিবাচক সহযোগিতা পেতে চায় তার সরকার। তবে মোদি যতই আবেদন করুন না কেন, বিরোধীরা বুঝিয়ে দিয়েছে তারা আক্রমণাত্মক ভূমিকা থেকে সরে আসবে না।

Related Articles