লোকসভা অধিবেশনে তুমুল হট্টগোলের মধ্যে বিরোধী সাংসদকে জলের গ্লাস এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
Prime Minister hands a glass of water to opposition MP in Lok Sabha session, watch the viral video

The Truth Of Bengal : মঙ্গলবার ছিল ১৮তম লোকসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনে উপস্থিত ছিলেন নানান রাজনৈতিক দলের নেতৃত্বরা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা রাখার সময় বিরোধীরা তাতে বাধা দেয়। মোদির বক্তব্য রাখার সময় তুমুল হই হট্টগোল করেন বিরোধী জোটের নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে ব্যাঘাত করার জন্য বিরোধীদের তীব্র ভর্ৎসনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই ওই হট্টগোলের সময় প্রধানমন্ত্রীর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল। কিন্তু হঠাৎ লোকসভা অধিবেশনে কী এমন করলেন দেশের প্রধানমন্ত্রী?
মঙ্গলবার ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী মোদি যখন নিম্নকক্ষে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দিচ্ছিলেন, তখন বেশ কয়েকজন বিরোধী সাংসদ ওয়েলে ঝাঁপিয়ে পড়েন তাঁর ওপর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা চিৎকার এবং স্লোগান তোলেন। এরপরে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন বিরোধী সাংসদকে তার গ্লাসের জল অফার করেন।
PM Modi gave a glass of drinking water to an opposition MP who was shouting slogans against him in the well pic.twitter.com/I4tzWzcXNg
— Rishi Bagree (@rishibagree) July 2, 2024
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ২ রা জুলাই মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার সময় বিরোধীরা ক্রমাগত স্লোগান দেন। এরপর লোকসভা অধিবেশনে শুরু হয় তুমুল হই হট্টগোল। এত গন্ডগোলের মাঝে প্রধানমন্ত্রীকে দেখা যায় বিরোধীপক্ষের সাংসদকে তিনি জল এগিয়ে দিচ্ছেন। কিন্তু মোদির এগিয়ে দেওয়া জল ওই সাংসদ গ্রহণ না করলেও অপর এক সাংসদ তা গ্রহণ করেছিলেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন। এই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর এরুক কর্মকান্ডের জন্য অনেকেই একাজের প্রশংসা করেছেন।