
Truth Of Bengal: বাড়ছে শতাধিক ওষুধের দাম। তালিকায় রয়েছে সংক্রমণ, ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ একাধিক রোগের ওষুধ। একধাক্কায় প্রায় ৯০০ টি ওষুধের দাম বৃদ্ধি পাবে । প্রায় ১.৭৪ শতাংশ করে মূল্যবৃদ্ধি হয়েছে বলে খবর । বলা বাহুল্য, ২০২৪ সালে ‘হোলসেল প্রাইস ইনডেক্স’-এর উপর ভিত্তি করে দাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। এবারও নতুন দাম ধার্য করেছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ । আর তাতেই চিকিৎসার জন্য সাধারণ মানুষের পকেটের উপরেও যে চাপ বাড়বে তা একবাক্যে বলা যায়।
কোন কোন ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে ?
অ্যান্টিবায়োটিক্স
- অ্যাজিথ্রোমাইসিন (২৫০ মিলিগ্রাম) – ১১.৮৭ টাকা
- অ্যাজিথ্রোমাইসিন (৫০০ মিলিগ্রাম) – ২৩.৯৮ টাকা
- অ্যামোক্সিসিলিন + ক্ল্যাভুল্যানিক অ্যাসিড ড্রাই সিরাপ – ২.০৯ টাকা
অ্যান্টিওয়ারাল ওষুধ
- এসাইক্লোভির(২০০ মিলিগ্রাম ) – ৭.৭৪ টাকা
- এসাইক্লোভির (৪০০ মিলিগ্রাম ) – ১৩.৯০ টাকা
ম্যালেরিয়ার ওষুধ
- হাইড্রক্সিক্লোরোকুইন (২০০ মিলিগ্রাম) – ৬.৪৭ টাকা
- হাইড্রক্সিক্লোরোকুইন (৪০০ মিলিগ্রাম) – ১৪ .০৪ টাকা
পেনকিলার দাওয়াইন
- ডাইক্লোফেনাক – ২.০৯ টাকা
- আইবুপ্রোফেন (২০০ মিলিগ্রাম) – ০.৭২ টাকা
- আইবুপ্রোফেন (৪০০ মিলিগ্রাম) – ১ .২২ টাকা
ডায়াবিটিজ এর ওষুধ
- ডাপাগ্লিফ্লোজিন + মেটফর্মিন হাইড্রোক্লোরাইড + গ্লিমিপিরাইড -১২.৭৪ টাকা