দেশ

আম্বেদকর ইস্যু নিয়ে উত্তাল সংসদ, ধাক্কাধাক্কির মাঝে পড়ে আহত বিজেপি সাংসদ

Parliament ruckus over Ambedkar issue, BJP MP injured in scuffle

Truth of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা চরমে পৌঁছাল। বৃহস্পতিবার লোকসভায় সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে বিবাদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনায় আহত হয়েছেন বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী।

ষড়ঙ্গীর অভিযোগ, ধাক্কা দিয়েছেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, মাথায় আঘাত পেয়েছেন ওড়িশার বালেশ্বরের সাংসদ। সহকর্মীরা তাঁকে অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে যান। পরে রাহুল গান্ধী নিজে ষড়ঙ্গীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে বিতর্ক চলছিল। জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’

বিরোধীরা এই মন্তব্যকে আম্বেদকর-বিরোধী বলে চিহ্নিত করে প্রতিবাদ শুরু করে। বুধবার থেকেই কংগ্রেস-সহ বিরোধীরা শাহের বিরুদ্ধে সরব হন। বৃহস্পতিবার লোকসভায় এই নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছায়, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

প্রসঙ্গত, প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর নাম অতীতে ওড়িশায় গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িয়েছিল। সেই সময়ে বজরং দলের রাজ্য সভাপতি ছিলেন তিনি। যদিও আদালত তাঁকে মুক্তি দেয়, প্রধান অভিযুক্ত দারা সিংহের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

এই ঘটনার পর সংসদের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী এবং শাসক পক্ষের মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

Related Articles