দেশ

আটটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

Election Commission

The Truth of Bengal: নির্বাচনের সময়ে ফের বিশৃঙ্খল হয়ে উঠল উত্তর-পূর্বের আরও এক রাজ্য।  ভোট লুঠের অভিযোগে রাজ্যে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও চলছে সেরাজ্যে। রবিবার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশে আটটি বুথে। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও চলছে সেরাজ্যে।

যে বুথগুলিতে পুনর্নির্বাচন হবে তার মধ্যে রয়েছে পূর্ব কামেং জেলার বামেং বিধানসভা কেন্দ্রের সারিও, কুরুং কুমেয়ের নিয়াপিন বিধানসভা আসনের লংটে লথ, ডিংসের, বগিয়া সিয়ুম, জিম্বারি ও আপার সুবনসিরি জেলার নাচো বিধানসভা কেন্দ্রের অধীনে লেঙ্গি ভোটকেন্দ্র। এ ছাড়া সিয়াং জেলার রামগং বিধানসভা কেন্দ্রের বোগনে ও মোলোম বুথেও পুনর্নির্বাচন হবে।

গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের দিনই রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। একই সঙ্গে বিধানসভার ৫০ জন বিধায়ক নির্বাচন করতে ভোট দিয়েছেন অরুণাচলবাসী। ইতিমধ্যেই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা। বাকি ৫০টি আসনের ভোটগ্রহণও হয় গত শুক্রবার। কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করেও অশান্তি আটকানো যায়নি। জানা গিয়েছে, ইভিএম ভাঙচুর থেকে শুরু করে হিংসা-সমস্ত কিছুই ঘটেছে অরুণাচলের নির্বাচনে।

সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আগামী ২৪ এপ্রিল অরুণাচল প্রদেশের মোট ৮টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। ওইদিন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রসঙ্গত, অশান্তি সত্ত্বেও সবমিলিয়ে ৭৬.৪৪ শতাংশ ভোট পড়েছিল অরুণাচলে। তবে নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে অশান্তির কারণেই আটটি বুথে আবারও ভোট হবে।

Related Articles