‘কুম্ভ পে জবাব দো’: কুম্ভ মেলার বিশৃঙ্খলা নিয়ে উত্তাল সংসদ, জবাবদিহির দাবি বিরোধীদের
Opposition wants discussion in Parliament on Kumbh Mela deaths

Truth Of Bengal: সংসদের বাজেট অধিবেশন আজ সকালে ফের শুরু হতেই বিরোধী দলগুলোর তীব্র স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। গত সপ্তাহে মহাকুম্ভের দ্বিতীয় ‘অমৃত স্নান’-এর সময় ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনায় ৩০ জনের মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা চেয়ে বিরোধীরা সরব হয়েছেন।
#ParliamentBudgetSession2025 Day 3 | Maha Kumbh Stampede Issue Rocks Lok Sabha, Opposition Raises Slogans
Union Rijiju Slams Opposition For Disrupting Question Hour #ParliamentBudgetSession #RajyaSabha #LokSabha pic.twitter.com/c5TeZWw3fd
— News18 (@CNNnews18) February 3, 2025
বিরোধী দলগুলোর দাবি, ২৯ জানুয়ারির ওই দুর্ঘটনায় মৃতদের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাঁরা সরকারকে সম্পূর্ণ মৃতের তালিকা প্রকাশ করার আহ্বান জানান। সংসদে ‘কুম্ভ পে জবাব দো’ স্লোগান তুলে তারা সরকারের জবাবদিহি দাবি করেন।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সংসদ সদস্যদের অনুরোধ করেছেন, যাতে তারা অধিবেশন চলতে দেন এবং অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।
অন্যদিকে, সংসদের আজকের আলোচ্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও ওয়াক্ফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদন পেশ করার কথা রয়েছে। সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হয়েছে এবং এটি ৪ এপ্রিল পর্যন্ত চলবে।