দেশ

লোকসভা ভোটে একনায়কত্বের অবসানের ডাক বিরোধীদের

Opposition calls for end of dictatorship in Lok Sabha polls

The Truth Of Bengal:  রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষদিনে বিরোধী ঐক্য রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হল।কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন তা নিয়ে মুম্বইয়ে  মুখ খোলেন কংগ্রেসের শীর্ষ নেতা। দিল্লিতে পরিবর্তন ছাড়া দেশ বাঁচবে না বলে বিরোধী শিবিরের নেতারা মনে করছেন । ৬৭০০ কিলোমিটারের বেশি পথ পরিক্রমা করে রবিবার মুম্বইয়ে শেষ হয় ভারত জোড়ো ন্যায় যাত্রা।

চব্বিশেই দিল্লি থেকে গেরুয়ারাজ হঠাতে হবে।আর নয়,বিজেপির সরকার।এই ডাক এবার মুম্বইয়ের ভারতযাত্রা ন্যায় যাত্রার শেষ দিনে  জোরদার করল বিরোধীরা।  ১৪ জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। সেইমতো তিনি মণিপুরের হিংসা-ও বিদ্বেষের বিরুদ্ধে বিজেপি সরকারের বদল চান।এবার মুম্বইয়েও সেই দিল্লির সরকার বদলের হাওয়া তুলল বিরোধী শিবির। বিজেপির আধিপত্যকামী এনডিএ নয়,সমঝোতার রাজনীতিতে বিশ্বাসী ইন্ডিয়াকে ভারতের জনমনে গ্রহণযোগ্য করার ওপর জোর দেন বিজেপি বিরোধী নেতারা।রবিবার ইন্ডিয়া জোটের সব শরিককেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় কংগ্রেসের তরফে।   মহারাষ্ট্রের দুই শরিকের শীর্ষ নেতা শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের পাশাপাশি অন্য রাজ্য থেকেও নেতারা মোদি-শাহদের হেনস্থার রাজনীতির বিরুদ্ধে মুখর হন। অখিলেশ থেকে স্ট্যালিন, রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা বা মল্লিকার্জুন খাড়্গে একসুরে কেন্দ্রের শাসকদের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।রাহুলের অভিযোগ,বিজেপি গায়ের জোরে শুধু বিরোধীদের কন্ঠরোধ করছে না,কৃষকের অধিকার হরণ করছে।কৃষি নীতি থেকে মুম্বইয়ের ধারাভি এলাকায় জমি জবরদখলের বিরুদ্ধে গর্জে ওঠেন রাহুল।তাঁর অভিযোগ,ধারাভির মতো বিখ্যাত এলাকাতেও থাবা বসাচ্ছে গৌতম আদানির সংস্থা।

তাঁর সাফ কথা,দেশ দালাল চায় না,ধারাভির ঐতিহ্য বজায় রাখা হোক।মেধা বা প্রতিভার প্রাণকেন্দ্রকে বিজেপি কলুষিত করছে বলে সোচ্চার হন তিনি। তাই মানুষের কাছে এখন যখন সুযোগ এসেছে তখন আমজনতা  সেই সুযোগ কাজে লাগাক,এই আহ্বানও জানান ইন্ডিয়া জোটের শরিকরাও।রাহুলের মতোই অখিলেশ থেকে স্ট্যালিন, এক দেশ এক ভোটের নীতি বা সিএএ লাগু করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হোক,চান তাঁরা।এই অবস্থায় চব্বিশে মোদি ম্যাজিক ভ্যানিশ করতে বিরোধীদের কৌশল বদলও বেশ লক্ষ্যণীয়।একক সত্তার বদলে যৌথ নীতির ভিত্তিতে দেশ বাঁচানো ও বিকল্প সরকার গঠন জরুরি বলে এবার ভোটের প্রচারে তুলে ধরতে তত্পর বিজেপি বিরোধীরা। এরমধ্যে রাহুল গান্ধী    ৬৭০০ কিলোমিটারের বেশি পথ পরিক্রমা করে রবিবার মুম্বইয়ে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ করেন তা জাতীয় রাজনীতিতে কতটা ছাপ ফেলে তা ভোটের ফলে স্পষ্ট হবে বলে পর্যবেক্ষকদের অভিমত।

Related Articles