
The truth od Bengal,Mou Basu: বিনামূল্যে বায়োমেট্রিক তথ্য সম্মিলিত আধার কার্ডের আপডেটের জন্য বাকি আর মাত্র ৮ দিন। আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য বারবার বলে আসছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। ১৪ জুন পর্যন্ত আধার কার্ডের আপডেট বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ইউআইডিএআই। মাই আধার পোর্টালের মাধ্যমে অনলাইনে ১৪ জুন পর্যন্ত আধার কার্ডের আপডেট করা যাবে। ১৪ জুনের সময়সীমা পার হওয়ার পর অনলাইন হোক কিংবা অফলাইনে আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডের আপডেট করতে চাইলে ৫০ টাকা ফি বাবদ লাগবে। আধার কার্ডের ছবি, ঠিকানা, লিঙ্গ, নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডির মতো তথ্য আধার কার্ডে আপডেট করা যাবে।
অনলাইনে কীভাবে বিনামূল্যে আধার কার্ডের আপডেট করবেন—-
১) আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট “https://myaadhar.uidai.gov.in” যান।
২) আধার কার্ডের নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি নম্বর দিয়ে লগ ইন করুন।
৩) আপনার প্রোফাইল দেখা যাবে। যে তথ্য আপডেট করতে চান তা করুন।
৪) পরিচয়পত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্র ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন। আপলোড করুন।
৫) নথিপত্রের সাইজ যেন ২ এমবির বেশি না হয়। JPEG, PNG, PDF ফরম্যাটে হতে হবে। নথিপত্র আপলোড করতে সাবমিট বোতাম টিপুন। আপডেট রিকুয়েষ্ট স্বীকৃত হলে ১৪ ডিজিটের আপডেট রিকুয়েষ্ট নম্বর জেনারেট হবে।