দেশ

করওয়া চৌথের দিন স্বামী দেরিতে আসায় আত্মঘাতী স্ত্রী! বউয়ের মৃত্যুতে দেহত্যাগ স্বামীর

On the day of Karwa Chauth, the wife committed suicide because her husband came late! The death of the husband on the death of the wife

Truth Of Bengal : করভা চৌথের রাতে সম্পর্কের অবসানের একটি বেদনাদায়ক গল্প প্রকাশ্যে এসেছে। যেখানে জানা যায়, একজন মহিলা করভা চৌথের রাতে স্বামী গভীর রাতে বাড়িতে আসায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। দম্পতির মধ্যে ঝগড়া একসময় চরমে পৌঁছায়। এরপর রবিবার রাতে জয়পুরের হারমাদা থানা এলাকায় স্ত্রী আত্মহত্যা করেন। এরপর তার স্বামীও বাড়িতে এসে তার ভাইকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করে আত্মহত্যা করেন। নিহত দম্পতির নাম ৩৮ বছর বয়সী ঘনশ্যাম ওয়েভার এবং ৩৫ বছর বয়সী মোনা। ঘটনাটি ঘটেছে হারমাদা থানার নাঙ্গল সিরাস গ্রামে।

হারমাদা থানার এসএইচও উদয়ভান জানান, রবিবার রাত দেড়টা নাগাদ ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর নিহতের পরিচয় শনাক্ত করার পর পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দেয়। একই সঙ্গে নিহতের স্বামী ঘনশ্যামের আত্মহত্যার বিষয়টি পুলিশকে জানায় পরিবারের লোকজন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কানভাটিয়া হাসপাতালের মর্গে রাখে। ঘটনাটি ঘটেছে হারমাদা থানার নাঙ্গল সিরাস গ্রামে। হার্মদা থানার এসএইচও উদয়ভান বলেছেন, উভয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছে : মৃত ঘনশ্যাম ওয়েভার নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতেন। তিনি তার স্ত্রী মোনা, ১৩ বছরের ছেলে আয়ুশ এবং ৮ বছরের মেয়ে নিক্কির সাথে থাকতেন। স্ত্রীর মৃত্যুতে ব্যথিত হয়ে তিনিও বাড়িতে এসে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার আগে ভাইকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠায়, তাতে ঘনশ্যাম লেখেন “ভাই, আমি পরাজিত”।

Related Articles