দেশ

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, খুনের দাবি পরিবারের

Nurse's body found in hospital toilet, family claims murder

Truth of Bengal: বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার নার্সের দেহ। হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। উত্তরাখণ্ডের এই ঘটনায় ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। নার্সকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর মৃত সালোনি সিং। হরিদ্বারের জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন ওই নার্স। কর্মরত অবস্থাতেই ঘণ্টা দুয়েকের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তারপরই হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের মেয়েকে।

হাসপাতাল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে গোটা বিষয়টা। তবে সালনীর পরিবারের এহেন অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানাচ্ছেন ভেতর থেকে বন্ধ করা ছিল ওই শৌচাগারের দড়জা। যার জন্য নার্সের দেহ উদ্ধার করতে হয়েছিল দরজা ভেঙে।

পুলিশের প্রাথমিক অনুমান, কোনও আত্মহত্যা বা খুন নয় এই নার্সের মৃত্যু। তাঁর শরীরে মেলেনি কোনো আঘাতের চিহ্ন। তবে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। মৃতার পরিবার জানায়, ” মিথ্যে কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।” তাদের মেয়েকে খুন করা হয়েছে এবং তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে হাসপাতাল।

Related Articles