এবার আধার কার্ড দেখিয়ে দুটি করে লাড্ডু পাবেন তিরুপতি মন্দিরের ভক্তরা
Now devotees of Tirupati temple will get two laddus by showing Aadhaar card

Truth Of Bengal: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি বালাজি মন্দিরে প্রতিবছর ভিড় করে থাকেন বহু ভক্তরা। তিরুপতি মন্দিরের বিশেষ প্রসাদ হিসাবে থাকে লাড্ডু। মন্দিরে প্রসাদ গ্রহণের নিয়ম অনুসারে টোকেন দেখাতে হয় ভক্তদের। তবে যাদের টোকেন থাকেনা, তাদের প্রসাদ গ্রহণের ক্ষেত্রে বাড়বাড়ন্তের অভিযোগ আসছিল। এই খবর মন্দির কর্তৃপক্ষের কানে যায়।
বৃহস্পতিবার তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD) ঘোষণা করেছে, লাড্ডু প্রসাদের জন্য আধার কার্ডের ব্যবহার করা হবে এবার থেকে। পাশাপাশি মন্দিরের টিটিডির অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার সিএইচ বেঙ্কাইয়া চৌধুরী জানিয়েছেন লাড্ডু নিয়ে কিছু লোক কালোবাজারি করছে।মন্দিরের মধ্যে কালোবাজারি রুখতে এবং মন্দিরে স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান দর্শন টোকেন না থাকলে আধার কার্ড রেজিস্ট্রেশন করিয়ে ভক্তরা ২ করে লাড্ডু নিতে পারবেন। লাড্ডু কমপ্লেক্সে এই ব্যবস্থা থাকবে। আদালা করে বিধি নিষিদ্ধের ব্যাপারে নেই। তারা
আগে যেমন ভক্তরা টোকেন দেখিয়ে লাড্ডু প্রসাদ পেতেন, এখনও বিনামূল্যে প্রসাদ পাবেন।একই সঙ্গে মন্দিরে চালু থাকছে দর্শন টোকেন বা টিকিট পরিষেবা। যার মাধ্যমে ভক্তরা অতিরিক্ত অতিরিক্ত লাড্ডু নিতে পারবেন। মন্দিরে আধার কার্ড দেখিয়ে ৪৮ থেকে ৬২ কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে।