দেশ

বিমানবন্দরের ডাস্টবিন থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার

Newborn's body recovered from airport dustbin

Truth of Bengal: সদ্যোজাতর মৃতদেহ পড়ে বিমানবন্দরের ডাস্টবিনে। সেই দৃশ্য নজরে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বিমানবন্দর কর্মীদের তরফ থেকে খবর দেওয়া হয় থানায়। কে বা কারা এই ঘ টনার সঙ্গে জড়িত, তার খোঁজেই শুরু হয়েছে পুলিশি তল্লাশি।

জানা যায়, এই ঘটনা ঘটে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের একটি শৌচাগারে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শৌচাগারের ডাস্টবিনে ওই সদ্যোজাত র মৃতদেহ দেখতে পাওয়া যায়। প্রথমিকভাবে একজন মহিলার নজরে আসে সেই দেহটি।

বিমানবন্দরকর্মীদের দ্রুতই খবর দেন তিনি। এরপরই বিমানবন্দরের কর্মীদের তরফ থেকে গোটা বিযয়টি জানানো হয় পুলিশকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা। রাতেই উদ্ধার করা হয় দেহটি। একইসঙ্গে শুরু হয় পুলিশি তদন্ত।

মুম্বই পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে শিশুটিকে ওখানে ওভাবে ফেলে যাওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বিমানবন্দরের কর্মী ও  যাত্রীদের।

ইতিমধ্যেই শিশুটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। চলছে পুলিশি তদন্ত।

Related Articles