দেশমসনদের লড়াই

ভোটারদের বুথমুখী করতে নয়া উদ্যোগ, দিল্লির ভোট কেন্দ্রে রাখা হবে কুলার

New initiative to bring voters to the booth, coolers will be placed in polling stations in Delhi

The Truth of Bengal: গরমে কেবল বাংলা নয়, নাজেহাল গোটা দেশ। একেই লোকসভা নির্বাচনের জেরে উত্তপ্ত গোটা দেশ তার মধ্যে আবার পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরম। কবে বৃষ্টি হবে সেই নিয়ে চাতক পাখির মত অপেক্ষার দিন গুনছেন দেশবাসি। তীব্র গরমের মধ্যে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে দেশের মধ্যে প্রায় ১৯০ টি লোকসভা কেন্দ্রে ভোট পর্ব শেষ হয়েছে । সেই ভোটের পরিসংখ্যান বলছে গত বারের লোকসভা ভোটের তুলনায় চলতি বছর ভোটের হার কম হচ্ছে। আগামী ৭ এপ্রিল রয়েছে তৃতীয় দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া।

চলতি মাসে তাপপ্রবাহ বইবে বলে জানিয়েছে আইএমডি। তাই দিল্লি প্রশাসন তৃতীয় দফার ভোট গ্রহণের আগে কোন রকম ঝুঁকি নিতে রাজি নয়। ভোট গ্রহণের ক্ষেত্রে উৎসাহ প্রদানের কারণে এবার বুথে রাখা হবে কুলার, বড় ফ্যান, ছাউনি , চিকিৎসার ব্যবস্থা। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উচ্চমানের একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক পি কৃষ্ণমূর্তি, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন , নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড, ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, দিল্লি জল বোর্ড, মহিলা এবং শিশু উন্নয়ন দফতর।

কোন ব্যাক্তি ভোট দিতে আসার পর যদি প্রখর গ্রীষ্মের কারণে অসুস্থ বোধ করে তাহলে তার জন্য তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হবে দিল্লির প্রতিটি লোকসভা কেন্দ্রে। এমনই নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক পি কৃষ্ণমূর্তি। কেবল তায় নয়, ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্রে ওআরএস, পানীয় জল, প্যারা মেডিক্যাল কর্মীদের মোতায়েন থাকতে বলা হয়েছে।

Related Articles