দেশ

ভারতীয় সাহিত্যের মুকুটে নয়া পালক! বুকার প্রাইজ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক

New feather in the crown of Indian literature! Kannada writer Banu Mushtaq wins Booker Prize

Truth Of Bengal: সাহিত্য জগতে এক নতুন ইতিহাস রচনা করলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার বুকার প্রাইজ এবার জিতলেন তিনি। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য এই সম্মান পেলেন বানু।

পাশাপাশি পুরস্কৃত হয়েছেন দীপা ভাসতিও, যিনি বইটির ইংরেজি অনুবাদ করেছেন। ২০১৬ সালের পর তিনিই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই পুরস্কার পেলেন। অন্যদিকে, বানুই হলেন প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার প্রাইজ জিতলেন।

‘হার্ট ল্যাম্প’ বইটিতে মোট বারোটি ছোটগল্প রয়েছে। গল্পগুলি গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে লেখা। দক্ষিণ ভারতের সাধারণ মহিলাদের জীবনযুদ্ধ, সংগ্রাম আর অনুভব এই গল্পগুলোর মূল বিষয়।

এবারের বুকার পুরস্কারের জন্য মোট ছয়টি বই মনোনয়ন পেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেরার তাজ উঠল বানু মুস্তাকের মাথায়। এই প্রথমবার কোনও ছোটগল্প সংকলন বুকার পুরস্কার পেল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে। সেখানে বানু ও দীপা দু’জনকেই পুরস্কার দেওয়া হয়। মোট পুরস্কারমূল্য ৫০ হাজার পাউন্ড, যা ভারতীয় টাকায় প্রায় ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা। এই টাকা দু’জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।

সম্মান গ্রহণের পর বানু বলেন, “সাহিত্যই পারে আমাদের একে অপরের সঙ্গে যুক্ত রাখতে। মনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে পারে সাহিত্য।”

পুরস্কারের আগের রবিবার একটি পাঠসভায় (শর্টলিস্ট রিডিং ইভেন্ট) বানু বলেন, তাঁর গল্পগুলো মূলত নারীকেন্দ্রিক। তাঁর মতে, “ধর্ম, সমাজ ও রাজনীতি মহিলাদের থেকে প্রশ্নহীন আনুগত্য চায়। আর সেই সুযোগেই মহিলাদের সঙ্গে অমানবিক ব্যবহার করে তাদের অধস্তন করে রাখা হয়।”

পেশায় আইনজীবী হলেও বানু একজন সমাজকর্মী ও দীর্ঘদিনের সাহিত্যসাধক। এবার তাঁর এই নিরবিচার সাহিত্যভালোবাসা পেল আন্তর্জাতিক স্বীকৃতি। গর্বিত হল গোটা দেশ।