আবার নেওয়া হবে নিট পিজি পরীক্ষা? প্রশ্নফাঁস রোধে থাকছে নয়া ব্যবস্থা, আর কি জানালো কেন্দ্র
NEET PG exam to be taken again? There is a new system to prevent question leakage, what else did the center say

The Truth of Bengal: ফের নেওয়া হবে নিট পিজি পরীক্ষা। পরীক্ষা শুরুর মাত্র ২ ঘণ্টা আগেই চূড়ান্ত হবে প্রশ্নপত্র। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার যাতে কোনওভাবেই প্রশ্ন ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে চায় সরকার।
নিট পিজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বাতিল হয়ে যায় পরীক্ষা। চিন্তায় পড়ে পরীক্ষার্থীরা। তবে চিন্তার আর কোনো অবকাশ নেই। চলতি মাসেই স্থগিত হয়ে যাওয়া নিট পিজি পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। তবে এবার আর কোনোভাবে পুরোনো ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। কার্যত পরীক্ষা শুরুর মাত্র ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র চূড়ান্ত করার পরিকল্পনা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৩ জুন নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, এনটিএর অধীনে একাধিক পরীক্ষা পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন । তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিট পিজি পিছিয়ে দেওয়া হয়। সংসদে বিক্ষোভ দেখায় বিরোধীরা ।
স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। কার্যত, মঙ্গলবার সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। তার পরই ঠিক হয় জুলাই মাসেই নিট পিজির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেওয়া হবে। নিট পিজি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ২৫-২৭ জুলাই। এবার পরীক্ষার আয়োজনে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আধিকারিকদের। মাত্র দুঘণ্টা আগে প্রশ্নপত্র চূড়ান্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ।