দেশ

রতন টাটার নামে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র

Nature Interpretation Center named after Ratan Tata

Truth of Bengal: মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভের (টিএটিআর) মোহারলিতে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রের নামকরণ করা হবে শিল্পপতি রতন টাটার নামে। শুক্রবার এর উদ্বোধন করা হয়। এই তথ্য জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার। বুধবার রাতে মুম্বাইয়ে মারা যান রতন টাটা।

রাজ্যের বনমন্ত্রী মুনগান্টিওয়ার, মোহারলিতে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র এবং অন্যান্য সুবিধার উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেন, চন্দ্রপুরে টাটার একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে। তিনি বলেন, চন্দ্রপুরে টাটা ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত একটি ক্যান্সার হাসপাতাল পরিচালিত হচ্ছে। টাটা ট্রাস্ট প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে। টাটা বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের স্থপতির জন্য ৩ কোটি টাকাও দিয়েছে। রতন টাটা কৃষি খাতের উন্নয়নের জন্য এখানে ৯০টি গ্রাম দত্তক নিয়েছেন।

Related Articles