দেশ

Narendra Modi: বারাণসীতে রাত কাটানোর পর মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi: Prime Minister Narendra Modi will file nominations on Tuesday after spending the night in Varanasi

The Truth Of Bengal: আবারও বারাণসী থেকে লড়ছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য প্রার্থী বিজেপির। মঙ্গলবার মনোনয়ন পত্র পেশ করবেন দেশের প্রধানমন্ত্রী। সেজন্য সোমবার থেকেই সেজে উঠেছে শৈব তীর্থ। মনোনয়ন পেশের আগে সোমবার পবিত্র বিশ্বনাথের  শহরে রোড শো করেন তিনি। দীর্ঘ ৬কিলোমিটার রোডশো করার পর বিশাল পদযাত্রায় অংশ নেন তিনি। তবে এদিন মোদিকে শিক্ষাবিদও সমাজ সংস্কারক মদন মোহন মালব্য-র মূর্তিতে মালা দিতেও দেখা যায়।

রোডশো –তে  তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির তরফে জানা গেছে, মঙ্গলবার সকালে স্নান সেরে তিনি কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করতে চান।  ঠিক ১১টা ৪০মিনিট নাগাদ  নরেন্দ্র মোদি তাঁর মনোনয়ন পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শাস্ত্রবিদরা জানিয়েছেন, ১১টা ৪০মিনিট হল অভিজিত মুহুর্ত, শুভক্ষণ।

তাই সেই ক্ষণেই ধর্মীয় রীতি মেনে মনোনয়ন জমা দিতে চান দেশের সেবক বলে দাবি করা হাইপ্রোফাইল প্রার্থী। এবারও তাঁর প্রতিপক্ষ সেই কংগ্রেসের অজয় রাই। চোদ্দো থেকেই লড়ছেন কংগ্রেসের এই নেতা। ২০১৪-য় মোদী তাঁর কাছের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইকে হারান ৩ লক্ষ ৭০ হাজার ভোটে৷ উনিশে  সেই অজয় রাইকেই  ৪ লক্ষ ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন হেভিওয়েট প্রার্থী৷ তৃতীয়বারও বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন সেই অজয় রাই৷এবার কী প্রধানমন্ত্রী জয় হাসিল করতে পারবেন? হ্যাটট্রিক করতে পারবেন তিনি? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কাশীর অলি গলিতে।

 

Related Articles