আরও অশান্ত মণিপুর, এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও হল উত্তেজিত জনতা!
More unrest in Manipur, this time the agitated crowd even attacked the Chief Minister's house!

Truth Of Bengal: অশান্তি থামার কোনও লক্ষণ নেই মণিপুরে। এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও হল উন্মত্ত জনতা। রাজ্যের জিরিবাম জেলায় ছ’জনের অপহরণ এবং খুনের বিচার চেয়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। কার্ফু জারি করা হয় রাজধানী ইম্ফলে। তার পরেও রাশ টানা যায়নি বিক্ষোভে।
রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়কের বাড়িতে আক্রমণ চালানো হয়। এরপর উত্তেজিত জনতা হামলা চালায় খোদ মুখ্যমন্ত্রী বিরেন সিং-এর বাড়িতে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কাঁদানে গ্যাস ছোঁড়েন নিরাপত্তারক্ষীরা। তবে, এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না মুখ্যমন্ত্রী। রাতে মুখ্যমন্ত্রীর দফতরেই ছিলেন তিনি বলে জানা যায়।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জামাই তথা বিজেপি বিধায়ক আরকে ইমো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুসীন্দ্র সিংয়ের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা। মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা স্বীকার করে নিয়েছে মণিপুর পুলিশ। শনিবারের ঘটনায় মোট আটজন আহত হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
মণিপুরের জিরিবামে ছ’জন মেইতেই নাগরিকের দেহ উদ্ধারের পর ফের নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। একদিনের মধ্যে গ্রেফতার করতে হবে দোষীদের, এই দাবিতে পথে নেমেছে মেইতেই গোষ্ঠীর একাংশ।
উল্লেখ্য, গত শুক্রবারই নতুন করে রাজ্যের ছটি থানাকে আফ্স্পার আওতায় আনে কেন্দ্র। তবে, জিরিবামের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।