দেশ

ভারত ন্যায় যাত্রা নিয়ে সংশয়, অনুমতি দিচ্ছে না মণিপুর সরকার

Bharat Nyaya Yatra

The Truth of Bengal: মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ভারত ন্যায় যাত্রার করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব ছিল এই ভারত ন্যায় যাত্রা। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী ১৪ নভেম্বর মণিপুরের ইম্ফল থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

এই নিয়ে কথা বলতে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কাছে গিয়েছিলেন মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সহ কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন কংগ্রেসের এই ভারত ন্যায় যাত্রা করার অনুমতি তিনি দিতে পারবেন না। কারণ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি। এখনও একাধিক জায়গায় চলছে অশান্তি।

মণিপুর সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। তবে মণিপুর থেকেই শুরু হবে ভারত ন্যায় যাত্রা। তাঁরা ব্যক্তিগত উদ্যোগে ইম্ফলের পরিবর্তে অন্যকোনও জায়গায় ছোট করে করবেন বলে জানিয়েছেন। তবে কোথা থেকে সেটা শুরু করা হবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানি মনিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি।

Related Articles