দেশ

কেজরির বিষ তত্ত্বকে তীব্র আক্রমণ মোদির

Modi strongly attacks Kejriwal's poison theory

Truth Of Bengal: বুধবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির গোণ্ডায় একটি নির্বাচনী সমাবেশ থেকে এদিন তিনি যমুনা নদীতে বিষ প্রয়োগের ইস্যুতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করেন। যমুনা নদীর দূষণ নিয়ে আম আদমি পার্টিকে তীব্রভাবে কোণঠাসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লির আম আদমি পার্টি সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ দিল্লি বলছে, এখন আপ-এর মিথ্যা প্রতিশ্রুতি আর কাজ করবে না। দিল্লির মানুষ এখন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার চায়। দিল্লি এমন একটি সরকার চায় যারা দরিদ্রদের জন্য বাড়ি তৈরি করবে এবং প্রতিটি ঘরে জল সরবরাহ করবে।’

বিজেপির প্রচার সভা থেকে মোদি এদিন বলেন, ‘দিল্লির একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার মানুষের বিরুদ্ধে জঘন্য অভিযোগ করেছেন। তাদের নির্লজ্জতা দেখুন, তারা হরিয়ানার মানুষকে দোষারোপ করছে। তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) যমুনা পরিষ্কার করতে হবে না, কিন্তু এই ধরনের বক্তব্য মর্মান্তিক। এটা নির্লজ্জ, অসৎ এবং দূষিত। এই লোকেরা দিল্লির মানুষকে জলের জন্য আকুল করতে চায়। তারা চায়, আমাদের পূর্বাঞ্চলের বন্ধুরা প্রতি বছর দূষিত যমুনাতে ছট পুজো করুক। রাজনৈতিক স্বার্থপরতা চরিতার্থ করতে আপ সদস্যরা গুরুতর পাপ করেছে চলেছেন। তাঁদের পাপ কখনও মাফ করা যাবে না। ইতিহাস কখনও ক্ষমা করবে না। আপনারা যা পাপ করেছেন, দিল্লি তা ভুলতে পারবে না। হরিয়ানার প্রতিটি শিশু ভুলতে পারবে না।’

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে নরেন্দ্র মোদি বলেন, ‘দিল্লির একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার মানুষের বিরুদ্ধে জঘন্য অভিযোগ করেছেন। পরাজয়ের ভয়ে আপ নার্ভাস হয়ে পড়েছে। হরিয়ানার মানুষ কি দিল্লি থেকে আলাদা? হরিয়ানার মানুষের পরিবার ও সন্তানরা কি দিল্লিতে থাকেন না? হরিয়ানার মানুষ কি নিজের সন্তানের জলে বিষ মেশাতে পারেন? দিল্লিতে বসবাসকারী সবাই হরিয়ানা থেকে পাঠানো এই জল পান করে। এই প্রধানমন্ত্রীও (নরেন্দ্র মোদি) গত ১১ বছর ধরে একই জল পান করছে। দিল্লিতে বসবাসকারী আমাদের সমস্ত বিচারক এবং বিচারপতি হরিয়ানা থেকে পাঠানো এই জল পান করেন। হরিয়ানা কি বিচারকদের হত্যার পরিকল্পনা করছে?’

মোদি বলেছেন, ‘৫ ফেব্রুয়ারি দিল্লির বিপর্যয় শেষ হবে এবং বিজেপি আসবে। দিল্লির জনগণের কাছে আবেদন, আমাকে একটি সুযোগ দিন। আমি আমার পরিবারের মতো আপনাদের যত্ন নেব।’ মহাকুম্ভের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনায় তিনি ব্যথিত। মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি ভক্ত সেখানে পৌঁছেছিলেন। কিছু গুণী আত্মা হারানো দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।

Related Articles