সন্ত্রাসের সঙ্গে এখন কোনো সমঝোতা নয় , ভারত ঘরে ঢুকে মারতে জানে, হুঙ্কার মোদির
Modi on terror at latur

The Truth of Bengal : এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বারবার মোদির মুখে শোনা যাচ্ছে সন্ত্রাসের কথা।আর জঙ্গি দমনের ইস্যুকে হাতিয়ার করে তিনি বিরোধী শিবিরকে নিশানাও করছেন। মহারাষ্ট্রের লাতুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি, কংগ্রেসের পাকিস্তানকে ডোজিয়ার তুলে দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন।তাঁর কথায়, কংগ্রেসের আমলে সংবাদ শিরোনামে উঠে এসেছিল পাকিস্তানের সন্ত্রাসের কথা। সেসময় প্রায়শই সাংবাদমাধ্যমের বন্ধুদের একাংশ ডোজিয়ার পাঠালেই হাততালি দিত বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
ভালোবাসার দোকানে ফেক ভিডিয়ো বিক্রি হয়েছিলঃমোদি
মহারাষ্ট্রে এবার বিজেপির লড়াই বেশ কঠিন হয়ে পড়েছে।বিজেপি বিরোধী দলগুলো হাতে হাত ধরে লড়াই করায় স্নায়ুর চাপ গেরুয়া শিবিরের বেড়েছে বলে পর্যবেক্ষকরা বলছেন।৪৮টি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রে। বিজেপি শিবসেনা ভাঙিয়ে সরকার গড়ে।শিবসেনার ঘরের শত্রু বীভিষণ হয়ে ওঠেন একনাথ শিন্ডে।২০২২-এর ভাঙাগড়ার খেলা চলে চব্বিশেও।এবার মারাঠা রাজনীতির স্ট্রংম্যান শরদ পাওয়ারের ঘরে ভাঙন ধরাতে সক্ষম হয় বিজেপি।শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে এনডিএতে টেনে এনে পাশার দান ওল্টানোর চেষ্টায় সফল হয়েছে পদ্ম শিবির।তাই জনতার রায় নিয়ে ছিনিমিনি খেলা বিজেপি এবার মুখের মতো জবাব পাবে বলে বিরোধী শিবির সোচ্চার।এই সমালোচনার মুখে পড়ে প্রধানমন্ত্রী আবার সেই লাতুরে ভোটপ্রচারে গিয়ে তিনি উগ্র জাতীয়তাবাদে শান দিলেন। প্রচারে গিয়ে তাঁর হুঙ্কার,ভারত এখন আর ডোজিয়ার পাঠায় না পাকিস্তানের ঘরে ঢুকে মেরে আসে। সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে বার্তা দিয়েছেন মোদি। একইসঙ্গে ইন্ডিয়া জোটকেও বেঁধেন তিনি। ইন্ডিয়ার ফর্মূলায় দেশের কোনওদিনই ভালো হতে পারে না বলেও দাবি করেছেন মোদি।তাঁর কটাক্ষ কিছু মানুষ প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য ইনস্টলমেন্ট ফর্মূলা কার্যকর করতে চাইছেন।প্রতিবছর তাঁরা প্রধানমন্ত্রী পদে নতুন ব্যক্তিদের বসাতে চান। একইসঙ্গে রাহুল গান্ধীকে নিশানা করে মোদির তোপ,তিনি যখন এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছেন,তখন কংগ্রেসের রাজপুত্র তাঁকে মোদি গ্যারান্টি বলে সমালোচনা করছেন। কংগ্রেস দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও সমালোচনা করেছেন দেশের বিদায়ী প্রধানমন্ত্রী।
দেশের যুবসমাজ কঠিন পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যত গড়তে চাইলেও কংগ্রেস তাঁদের ভবিষ্যতকে নষ্ট করতে চায় বলে প্রচারে তুলে ধরেন বিজেপির স্টার ক্যাম্পেনার। কংগ্রেস কেবল একটি পরিবারের কথা ভাবলেও বিজেপি সারা দেশের কথা ভাবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। ২০১৪ও ২০১৯-র মতো জনাদেশ মিললে মানুষের কল্যাণে কাজ করার কথাও দিয়েছেন তিনি।কখনই বিজেপি কারুর অধিকার কেড়ে নেবে না বলেও আশ্বস্ত করেছেন বিজেপির শীর্ষ নেতা।