দেশ

কাশ্মীরের সেনা পিকেটে জঙ্গি হামলা

Militant attack on army picket in Kashmir

The Truth of Bengal: ফের নাশকতায় রক্তাক্ত ভূস্বর্গ। সেনার পিকেটে হামলা সন্ত্রাসবাদীদের। পাল্টা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে সেনা। সোমবার রৈজৌরির গুন্ধা এলাকায় ঘটে এই ঘটনা। সেখানে উপস্থিত একটি সেনা ঘাঁটি লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে বিপুল পরিমানে অস্ত্র রয়েছে ওই জঙ্গিদের কাছে। লাগাতার জঙ্গিদের এই হামলার পর পাল্টা ভোর চারটে নাগাদ গুলি চালাতে শুরু করেন সেনা জওয়ানরা।

প্রায় এক ঘণ্টা ধরে চলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই। সেই হামলার ঘটনায় একজন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া যায়। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে রেখে জঙ্গিদের খুঁজতে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা আধিকারিকরা। জানা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে কাশ্মীরে।

তবে তার আগেই লাগাতারভাবে উত্তপ্ত হতে থাকে ভূস্বর্গ। সেনার পিকেটে সন্ত্রাসবাদীদের হামলাতেও ভূস্বর্গ নতুন করে রক্তাক্ত হয়। তবে ভূস্বর্গে শান্তি রক্ষার্থে এবং জঙ্গিদের নিকেশ করতে পিএসএফ কম্যান্ডো নামানো হয়েছে সেনার তরফ থেকে ইতিমধ্যেই। ভূস্বর্গে ঈত্মগোপন করে থাকা সমস্ত জঙ্গিকে খুঁজে বের করে নিকেশ করতেই জম্মুতে পিএসএফ-এর ৫০০ জন কমান্ডোকে মোতায়েন করা হয়েছে।

Related Articles