মথুরার বাঁকে বিহারী মন্দিরের হোলি উৎসবে উপচে পড়া ভিড়ের মাঝে পদপিষ্ট হওয়ার ঘটনা
Mathura's Banke Bihari temple trampled during Holi festival

The Truth Of Bengal: মথুরার বাঁকে বিহারী মন্দিরের হোলি উৎসবে ভয়াবহ দুর্ঘটনা। আনন্দের উৎসব মুহুর্তেই পরিনত হয় বিষাদে। উপচে পড়া ভিড়ের মাঝেই ঘটে যায় ভক্তের পদপিষ্ট হওয়ার মতো ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আর দিন কয়েক পরই হোলি। রঙের উৎসব পালন করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই মথুরায় শুরু হয়েছে আগাম হোলি উৎসব। তবে সেখানকার বাঁকে বিহারী মন্দিরে সেই উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার বাঁকে বিহারী মন্দিরে হোলি উৎসবে মেতে উঠতে দূর দূরান্ত থেকে পূণ্যার্থীদের জমায়েত হয়। ভিড় উপচে পড়ে। সেই ভিড়ের জেরেই আচমকা শুরু হয় হুড়োহুড়ি। হুড়োহুড়ি থেকে ঘটে যায় পদপিষ্টের ঘটনা। বহু মহিলা ও শিশু পদপিষ্ট হন বলে খবর। যারমধ্য়ে একজনের মৃত্যুর খবরও সামনে আসছে। সূত্রের খবর মৃত ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালেও। তবে শেষরক্ষা হল না। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যাচ্ছে, মৃত ওই ব্যাক্তি মুম্বই থেকে বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রায় গিয়েছিলেন। সেখানে পর্যাপ্ত মেডিক্যাল ফেসিলিটি ছিল না বলে পরিবার জানিয়েছেন, সঙ্গে ক্ষোভ উগরে দিয়েছে প্রশাসনের উপর। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের এই দুর্ঘটনার পর আরও সতর্ক পুলিশ। এলাকায় নিরাপত্তা আরও জোড়দার করা হয়েছে। চলছে লাগাতার নজরদারি। বৃন্দাবনের পাশাপাশি বরসানার লাঠমার হোলি, বজ্রে রং উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা ভিড় জমান। কেবলমাত্র উত্তরপ্রদেশেরক বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। আগামী কয়েকদিন এই ভিড় আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।