বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ের বহুতলে মৃত ১, জখম বহু
Massive fire breaks out in Mumbai building One dead, many injured

Truth of Bengal: মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ড। মৃত ১। আগুনে ঝলসে গুরুতর জখম হন এক নিরাপত্তারক্ষী সহ তিনজন। আহতদের গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। দমকল বাহিনীর তরফ থেকে ১৫-২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকায় তক্ষশীলা কো-অপারেটিভ হাউসিং সোসাইটির একটি বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা যায়। এই ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় বছর ৪৩-এর উদয় গঙ্গানের। দমকল সূত্রে খবর আগ্নিকাণ্ডের জেরে ১০০ শতাংশই পুড়ে গিয়েছিলেন তিনি। তাঁকে দ্রুত উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এছাড়াও গুরুতর জখম যুবক সবজিত যাদবের শরীরের প্রায় ২৫-৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা যায়।
এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের যুদ্ধকালীন ততপরতায় প্রায় ১৫-২০ জনকে উদ্দার করা সম্ভব হয়। দমকল সূত্রে খবর, এই বহুতলে আগুন লাগার কারণে প্রথম ও দ্বিতীয তলার প্রায় পাঁচটি ফ্ল্যাটে আসবাবপত্র সহ বৈদ্যুতিন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। দমকলের বেশকয়েকটি ইঞ্জিনের চেষ্টাতে সকাল ৭ টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।