দেশ

‘মোদিকে ভোট দেওয়ার আগে ভাবুন’, যুব সমাজকে পরামর্শ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

Man Responds To Revanth Reddy's Responsibly Voting Advise To 1st Time Voters At AAP Ki Adalat; Video Viral

The Truth of Bengal: যতই ‘আব কি বার ৪০০ পার’ স্লোগান দেওয়া হোক না কেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সর্বাধিক ২১৪ থেকে ২৪০টি আসন পেতে পারে। এমন ভবিষ্যদ্বাণী করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেই সঙ্গে যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন তাদের ভেবেচিন্তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সম্প্রতি রজত শর্মা আয়োজিত ‘আপ কি আদালত’ শো-তে হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, দর্শকদের মধ্য থেকে একজন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে বলছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেবেন। ওই যুবকের পাল্টা পরামর্শও দিতে দেখা যায়। শুধু তাই নয় দেশের যুব সমাজের উদ্দেশে রেড্ডি বলেন, যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, ভেবেচিন্তে তারা যেন তাদের সিদ্ধান্ত বিবেচনা করে ভোট দেন।

যে যুবক মোদিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন, সেই যুবককে রেবন্ত রেড্ডি বলেন, ‘আপনার ভোট যাকে চান তাঁকে দিন। আপনার পরিবারের ওপর অতিরিক্ত ১০০ লক্ষ কোটি ঋণের বোঝা চাপবে। আসলে রেড্ডি বিজেপির আমলকে কটাক্ষ করে বলতে চান, মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৪ জন প্রধানমন্ত্রী ৬৭ বছরে ৬৫ লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছিলেন এবং দেশে উন্নয়নমূলক কাজ করেছিলেন। কিন্তু, মোদি নিজে তাঁর দশ বছরের মেয়াদে ১১৩ লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছেন। এই প্রসঙ্গে রেড্ডির প্রশ্ন, কোথায় গেল এই টাকা? এটা কার পকেটে গেল? দেশের জন্য কী গড়েছেন মোদি? ‘আপ কি আদালত’ শো-এর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।