১৮০ ফুটের কুয়ো থেকে উদ্ধার মধ্যপ্রদেশের বালক, উদ্বেগ বাড়ছে রাজস্থানের শিশুকে নিয়ে

Truth Of Bengal: অবশেষে ১৮ ঘণ্টা পর গভীর কুয়ো থেকে উদ্ধার মধ্যপ্রদেশের বালক। রবিবার সকালেই উদ্ধার করা হয়েছে তাকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বালক। শনিবার বিকেলে ১৪০ ফুট গভীর কুয়োয় বছর দশের বালক সুমিতের পড়ে যাওয়ার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল।
উদ্ধারকাজ শুরু হয় শনিবার সন্ধ্যে থেকে। উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যায়, কুয়োর প্রায় ৪০ ফুট গভীরে আটকে ছিল ওই বালক। কুয়োর সমানে সমানেই আরও একটি ৪০ ফুটের গর্ত খোঁড়ে উদ্ধারকারীরা। এরপরই সারারাত ধরে চলে সুমিতকে উদ্ধারের চেষ্টা। সেইসঙ্গে তার শারীরিক পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছিল।
কুয়োর মধ্যেই ব্যবস্থা করা হয়েছিল অক্সিজেনের। যাতে কোনওরকমেই শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা না হয় তার। রবিবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আরও দ্রুত গতিতে উদ্ধারকাজ চালানো হয়। এরপরই স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নটা নাগাদ উদ্ধার করা সম্ভব হয় তাকে।
তবে সূত্রের খবর, বছর দশের সুমিতকে ১৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি রাজস্থানের কোটপুতলির বছর তিনের শিশুকে। পড়ে যাওয়ার পর থেকে অতিক্রান্ত হয়েছে ১৫০ ঘণ্টা। তিন বছরের চেতনা পড়ে .যাওয়ার দিন চারেক পর থেকে নড়াচড়া বন্ধ করে দেওয়ায় ক্রমশ উদ্বেগ ও আশঙ্কা বাড়ছে।